Sikkim Tourism : বড়দিনের আগেই সুখবর! চালু সিকিমগামী জাতীয় সড়ক, পোয়া বারো পর্যটকদের – sikkim tourism will be enriched as national highway 10 opened before winter


Siliguri News : বড়দিনের আগেই সুখবর পর্যটন প্রেমীদের জন্য! ফের পুরনো ছন্দে ফিরছে সিকিমগামী জাতীয় সড়ক। ১০ নম্বর জাতীয় সড়ক মেরামতির পর ফের স্বাভাবিক ছন্দে যাতায়াত শুরু হচ্ছে। শীতের মরশুমের আগে ফের পর্যটকদের আহ্বান জানাচ্ছে সিকিম সরকার।

কী জানা যাচ্ছে?

সিকিমের লোনাক হৃদে বিস্ফোরণের জেরে ধস নেমে বিরাট ক্ষতিগ্রস্ত হয় সিকিমের এই লাইফ লাইন। বন্ধ করে দেওয়া হয়েছিল এই রাস্তা দিয়ে যাতায়াত। প্রায় দেড় মাস পর ফের এই জাতীয় সড়ক চালু করা হচ্ছে। সিকিমের সঙ্গে এ রাজ্যের যোগাযোগ ফের স্বাভাবিক ছন্দে ফিরছে। সমতল থেকে সিকিমগামী এই রাস্তা চালু করে দেওয়ার কারণে পর্যটনের হাল ফিরবে বলেই আশা ব্যবসায়ীদের।

কী জানাচ্ছে প্রশাসন?

রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে, ১০ নং জাতীয় সড়ক চালু করে দেওয়ার ব্যাপারে জানানো হয়েছে। ফের নিশ্চিন্তে ১০ নং জাতীয় সড়ক ধরে সিকিম যাত্রা করতে পারবে পর্যটকরা। ১০ নং জাতীয় সড়ক ছাড়াও অন্যান্য সংযোগকারী রাস্তাও সারাই করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সড়ক চলাচলের যোগ্য করে তোলার জন্য দ্রুত গতিতে কাজ সম্পন্ন হয়।

কোন কোন জায়গা নিরাপদ?

সিকিম সরকারের তরফে জানানো হয়েছে, উত্তর সিকিমের কিছু অংশে পরিস্থিতি এখনও স্বাভাবিক না হলেও বাকি অংশে নিরাপদে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। শীতের শুরুতেই পর্যটক টানতে পুরোপুরি তৈরি সিকিম। সিকিম পর্যটন দফতরে সচিব বন্দনা ছেত্রী জানিয়েছেন, সোমবার থেকে পর্যটকদের জন্য সিকিম প্রবেশের ১০ নং জাতীয় সড়ক খুলে দেওয়া হয়েছে। সিকিমে বেড়াতে এলে পর্যটকদের কোনও বিপদের মধ্যে পড়তে হবে না বলেই জানান হয়। যদিও উত্তর সিকিমের কিছু অংশে পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় পর্যটকদের ওই অংশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। গ্যাংটক, নামচি, সোরেং, গেজিং, পাকিয়ং এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। সেই কারণে ওখানে নিরাপদে পর্যটকরা যেতে পারেন।

Kanchenjunga : শীত পড়ার আগেই খিলখিলিয়ে হাসি পাহাড়ের, সমতলেই টুকি দিল কাঞ্চনজঙ্ঘা
তবে ১০ নং জাতীয় সড়ক সম্পূর্ণ স্বাভাবিক হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরাও। এক পর্যটন ব্যবসায়ী জানান, পুজোর মরশুমে আমাদের অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তবে শীতের মরশুমের আগে বড়দিনের ছুটিতে যাতে ভালোরকম পর্যটকরা আসতে পারেন তার জন্য এই রাস্তা খুলে দেওয়ার অত্যন্ত প্রয়োজন ছিল। আমরা এতে অনেকটাই খুশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *