Siliguri News : হাতের কারসাজিতে গায়েব বাইক! শিলিগুড়িতে পুলিশের জালে গ্যাংয়ের ‘দিদি’ নার্গিস – siliguri police arrests main culprit of bike theft gang named nargis begam


নাম ‘নার্গিস’। নাম জানার পর থেকেই তাঁর খোঁজ করছিল পুলিশ। অবশেষে পুলিশের জালে নার্গিস খাতুন নামের তরুণী। আর এই ঘটনায় মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর দিন চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। নার্গিসকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে। সেই কথা জানার পর রীতিমতো চমকে গিয়েছিল পুলিশ।

কী ঘটনা?

সম্প্রতি শিলিগুড়ি ও আশপাশের এলাকায় বাইক চুরির ঘটনা ঘটছে। বাইক রেখে একটু এদিক ওদিক গেলেই বিপদ। মালিক এসে দেখছেন বাইক গায়েব। সেই বাইক চুরির গ্যাং চালাচ্ছিল খোদ এক মহিলা। বাইক চুরির চক্রেরই মূল পাণ্ডা এই নার্গিস, পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। নিজেও বাইক চুরি করতে সিদ্ধহস্ত সে। নার্গিস খাতুন নামে সেই যুবতীকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। তার আরও সঙ্গীকে ধরা হয়েছে। ধৃতের নাম সন্তোষ সাহানি।

ছটপুজোর সময় শিলিগুড়ির শালবাড়ি ঘাট এলাকায় একটি বাইক চুরি হয়। সেই ঘটনার তদন্তে নেমে মাটিগাড়া থানা নার্গিসকে গ্রেফতার করেছে। বেশ কয়েকদিন ধরেই তার খোঁজ চলছিল, পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। গ্রেফতারির পর থেকে নার্গিসকে দফায় দফায় জেরা করেছেন তদন্তকারী পুলিশ আধিকারিকার। আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

Maoist News : মোবাইলের সূত্র ধরে মিলল খোঁজ, মুর্শিদাবাদে STF-এর জালে ২ মাওবাদী নেতা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নার্গিস চুরির বাইকগুলি অন্যত্র পাঠাত। এমনকী সে মাদকের কারবারের সঙ্গেও জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। জানা গিয়েছে কয়েকজনকে সঙ্গে নিয়ে নার্গিস খাতুন বাইক চুরির চক্রটি চালাচ্ছিল। বাইক চুরির পর সেগুলি অন্যত্র পাঠিয়ে দেওয়া হত। বাইকের যন্ত্রাংশও খুলে বিক্রি করে দেওয়া হতো। নার্গিস তার গ্যাং মেম্বারদের কাছে দিদি নামেই পরিচিত ছিল। এদিকে নকশালবাড়ি থানাও এক বাইক চোরকে গ্রেফতার করেছে। গত কয়েকদিনে নকশালবাড়িতে বাইক চুরি চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শিলিগুড়ি বাসিন্দা সন্দীপ চন্দ বলেন, ‘আমাদের এলাকায় বাইক চুরির ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। বাইক রেখে কেউ শান্তিতে এদিক ওদিক যেতে পারত না। অবশেষে চক্রের মূল পাণ্ডা গ্রেফতার হওয়ায় আমরা খানিক স্বস্তি পেয়েছি। পুলিশের এই বিষয় গুলিতে আরও বেশি সতর্ক হওয়া উচিৎ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *