বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে বিনিয়োগের জন্য বড় বার্তা দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা আগে থেকেই বোঝা গিয়েছিল। এদিন বক্তব্য রাখতে উঠে বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানের উপর জোর দেওয়ার কথা বলেন তিনি। একইসঙ্গে রাজ্যের উন্নয়নের খতিয়ান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনেকে বলেন বাংলা নাকি শুধু হিংসার মাটি! তাহলে আমরা এত কিছু করছি কী ভাবে। অনেকে গুজব ছড়াচ্ছে। কিছু রাজনৈতিক দল গুজব ছড়ানোর চেষ্টা করছে।’
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে সুর চড়িয়েছিলে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা এই সম্মেলনকে ‘অশ্বডিম্ব’ বলে কটাক্ষ শোনা গিয়েছিল। কিন্তু, এদিন রাজ্যে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের বার্তা দিয়েছেন মুকেশ আম্বানি।
কালীঘাট মন্দির সংস্কারের দায়িত্ব নিয়েছেন তিনি। তাঁর এই ঘোষণার পরেই মঞ্চে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাংলার উন্নয়নের খতিয়ান তিনি তুলে ধরেন এবং তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকে গুজব ছড়ান।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে কর হচ্ছে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমি বাংলা মাধ্যম স্কুলে পড়েছি। আমি ইংলিশিয়ান নই, বেঙ্গলিয়ান। তবে আমি অনেক ভাষা বলতে পারি।’ এদিনের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাদের রং একটাই। আমরা ধর্মের নামে বিভাজন করি না।’ পাশপাশি এদিন ১০০ দিনের টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি।