বি-টাউন তাঁর গন্তব্য অনেকদিনই। সম্প্রতি করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানি-তে সাড়া ফেলে দিয়েছিলেন টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury)। এবার সেই রাস্তাই আরও প্রশস্ত। নীরজ পাণ্ডের (Neeraj Pandey) সঙ্গে কাজ করছেন অভিনেতা। এবার কি তাহলে কেকে মেননের টিমে অফিসারের ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে? তা অবশ্য এখনই স্পষ্ট হয়নি। তবে নীরজ পাণ্ডের স্পেশাল অপস টু-তে কাজ করছেন টোটা।
Updated By: Nov 21, 2023, 02:58 PM IST

ফোটো- ফেসবুক