মোটরসাইকেল নিয়ে স্টান্টের ভিডিয়ো! জখম ইউটিউবার – a youtuber was injured while making a stunt video with a motorcycle in murshidabad


এই সময়, হরিহরপাড়া: মোটরসাইকেল নিয়ে স্টান্টের ভিডিয়ো তৈরি করতে গিয়ে গুরুতর আহত এক ইউটিউবার। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকায়। হরিহরপাড়ার প্রতাপপুরের বাসিন্দা টনি শেখ নামে ওই যুবকের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। মোটরসাইকেল নিয়ে নিজে বিভিন্ন স্টান্ট ভিডিয়ো করে ইউটিউব চ্যানেলে আপলোড করেন তিনি। সোমবার একটি মাটির ঢিপিতে ওঠে ভিডিয়ো করার জন্যে মোটরবাইক নিয়ে জাম্প করতে গিয়ে ওই যুবক পড়ে যান। মোটরবাইকটি তাঁর পিঠের উপর পড়ে।

সেই ভিডিয়ো রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে তাঁর। আহত টনি শেখ বলেন, ‘আমার ইউটিউব চ্যানেলের ভিডিয়ো তৈরি করার জন্য মোটরবাইক নিয়ে মাটির ঢিপি থেকে জাম্প দিতেই পড়ে যাই। বাইকটি আমার উপর এসে পড়ে। কোমরে আর পিঠে খুব আঘাত লাগে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *