Cyber Crime : মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর টোপ, অ্যাকাউন্ট থেকে গায়েব হাজার হাজার টাকা – thousands of rupees fraud from women self help group account in raiganj


এই সময়, রায়গঞ্জ: আধার কার্ড ও বায়োমেট্রিক জাল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটি প্রতারণা চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে উত্তর দিনাজপুরে। রায়গঞ্জ ব্লকের একাধিক গ্রামের বেশ কয়েকজন মহিলার অ্যাকাউন্ট থেকে ওই চক্রটি হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। রায়গঞ্জের সাইবার থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত মহিলারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রতারিত মহিলার জানিয়েছেন, মাস খানেক আগে কমলাই গ্রামের এক ব্যক্তি রায়গঞ্জের বুধোর গ্রামে গিয়ে মহিলাদের গোষ্ঠী তৈরি করে তাঁদের ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার প্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজি হয়ে গ্রামের বেশ কিছু মহিলা গোষ্ঠী তৈরি করে ওই ব্যক্তির পরামর্শ মতো তাঁর হাতে আধার, ভোটার ও প্যানকার্ড-সহ ব্যাঙ্কের পাশ বইয়ের প্রতিলিপি তুলে দেন।

এমনকী বায়োমেট্রিক মেশিনে ওই মহিলাদের ফিঙ্গারপ্রিন্টও নিয়ে যান ওই ব্যক্তি ও তাঁর সহকর্মীরা। এরপর বেশ কিছুদিন কেটে গেলেও ঋণ না পাওয়ায় ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তাঁদের জানিয়ে দেওয়া হয়, ঋণ মিলবে না। চলতি মাসের ১১ তারিখ থেকে গত কয়েকদিনে বেশ কয়েকজন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাঁদের অজান্তেই টাকা গায়েব হয়ে যায়।

বুধোর গ্রামের এমনই একজন প্রতারিত মহিলা রত্না রায় থানায় অভিযোগ করে জানিয়েছেন, ‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রথমে ১০ হাজার টাকা আমার অজান্তে কেউ তুলে নিয়েছে।’ বুধো গ্রামের বাসিন্দা নারায়ণ রায় বলেন, ‘আমাদের গ্রামে ৫ জন মহিলার অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে। কিছুদিন আগে এক ব্যক্তি ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে মহিলাদের আধার, ভোটার ও প্যান কার্ডের পাশাপাশি পাশ বইয়ের প্রতিলিপি ও মহিলাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গিয়েছিলেন। আমাদের সন্দেহ, এই প্রতারণার সঙ্গে ওই ব্যক্তি ও তাঁর দলবল জড়িত।’

Cyber Fraud : ফোনেই কেরামতি, বাগুইআটির বৃদ্ধের ৬ লাখ ‘হাপিস’! পুলিশের জালে ‘ব্যাঙ্ক ম্যানেজার’
মাস দু’য়েক আগে এমনই একটি প্রতারণা চক্রকে পাকড়াও করেছিল উত্তর দিনাজপুরের ইসলামপুর সাইবার থানার পুলিশ। জেলার চোপড়া থানা এলাকায় ঘাঁটি গেড়ে বাসিন্দাদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করছিল তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *