Dakshin 24 Pargana : প্রাণভয়ে ‘অনুপস্থিত’ সচিব, বেপাত্তা অ্যাসিস্ট্যান্টও! ভাঙড়ে পঞ্চায়েতের হাল ‘বেহাল’ – bhangar polerhat 2 gram panchayat area people not getting any services


যত কাণ্ড দক্ষিণ ২৪ পরগনায়! সম্প্রতি জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার চর্চায় ভাঙড়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারি আধিকারিকদের অনুপস্থিতির কারণে অচলাবস্থা তৈরি হয়েছে পঞ্চায়েতে। ভাঙড় ২ ব্লকের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে। পরিষেবা না পেয়ে সমস্যায় সাধারণ মানুষ।

কী ঘটনা?

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসে দেখা পাওয়া যায় না আধিকারিকদের। অফিসে আসলে প্রাণ সংশয়, তাই দীর্ঘদিন অনুপস্থিত পঞ্চায়েত সচিব। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আবার শাসকদলের দাপুটে নেতা। তিনি তাঁর মর্জির মালিক। ইচ্ছা হলে পঞ্চায়েতে আসেন, না হলে আসেন না। তাই পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম লাটে উঠেছে। পরিষেবা নিতে গিয়ে হোঁচট খাচ্ছেন আমজনতা। এক দু’দিন নয়, টানা সাড়ে পাঁচ বছর এমনই অবস্থা ভাঙড় ২ ব্লকের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতে। এই নিয়ে ক্ষোভ জন্মাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। জেলা প্রশাসনকে চিঠি লিখে বিষয়টি জানানো হলেও কোনও লাভ হয়নি।

নেপথ্যে রাজনীতি?

ভাঙড়ের পাওয়ার গ্রিড সাবস্টেশন এলাকায় অবস্থিত পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত। টোনা, মাছিভাঙা, ঢিবঢিবা, উড়িয়া পাড়া, গাজীপুর, শ্যামনগর, স্বরুপনগরের মতো এলাকাগুলি নিয়েই গঠিত পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত। ওই এলাকা জমি কমিটির শক্ত ঘাঁটি বলে পরিচিত। এর আগে ওই পঞ্চায়েতের ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। উপপ্রধান ছিলেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। সেই সময় জমি কমিটির প্রবল প্রতিরোধে টানা পাঁচ বছর পঞ্চায়েতে যেতে পারতেন না প্রধান-উপপ্রধানরা। ফলে স্বাভাবিকভাবে পরিষেবা থেকে বঞ্চিত হতে হয় স্থানীয়দের।

TMC MLA News: তৃণমূল বিধায়ককে হুমকি বিজেপির! থানায় জানালেও নেওয়া হয়নি পদক্ষেপ বলে অভিযোগ
এরই মাঝে পঞ্চায়েত সচিব সুশান্ত দে সরকারকে মেরে হাত ভেঙে দেয় জমি কমিটির লোকজন। ফলে নিরাপত্তার অভাবে তিনি দীর্ঘদিন পঞ্চায়েতের পরিবর্তে বিডিও অফিসে বসে কাজকর্ম করেন। সেই কারণে পঞ্চায়েত বোর্ডকেও কাজ করতে বিস্তর সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। শেষ পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে জমি রক্ষা কমিটি। ফলে ভয় বেড়েছে পঞ্চায়েত সচিবের। সেই কারণে তিনি আর দফতরে আসতে চাইছেন না। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আয়ুব হোসেন গাজি আবার উত্তর ২৪ পরগণার মিনাখা ব্লকের তৃণমূল সভাপতি। তিনি রাজনৈতিক কাজের জন্য দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ।

শুরু রাজনৈতিক চাপানউতর

পোলেরহাট ২ পঞ্চায়েতের উপ প্রধান ইসরাফিল মোল্লা বলেন, ‘আমাদের এখানে সহায়ক পদে ও বাংলা সহায়তা কেন্দ্রে দুজন করে কর্মী থাকার কথা থাকলেও কর্মী একজন করে। আবার সচিব ও ইএ দিনের পর দিন অফিসে আসছেন না। তাই পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে, মানুষ সঠিক পরিষেবা পাচ্ছেন না।‘

পালটা এলাকার তৃণমূল নেতা হাকিমুল ইসলাম বলেন, উন্নয়ন না করে জমি কমিটি শাসনের নামে শোষণ করছে। তাদের মদতে মাটি কাটার সিন্ডিকেট চলছে। জমি কমিটি একের পর অরাজকতা চালাচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *