জানা গিয়েছে, আনুমানিক ৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উদ্যোগে ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের রাধানগর, বাঁধগোড়া ও মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের মোট ৪টি ঢালাই ও পিচ রাস্তা নির্মাণ করা হচ্ছে। রাধানগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণষোল থেকে কালীনগর পর্যন্ত ২.৩ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে। যার জন্য বরাদ্দ হয়েছে আনুমানিক ১ কোটি ২৭ লাখ টাকা । বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের আমঝুঁকি থেকে সাতপাটি পর্যন্ত প্রায় ২.৭ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে । যার কিছুটা অংশ পিচ ও ঢালাই হবে । বরাদ্দ করা হয়েছে ১ কোটি ৫৫ লাখ টাকা । এছাড়াও বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতে আরেকটি রাস্তা নির্মাণ হচ্ছে। নলবনা গ্রাম থেকে নলবনা জাহের থান পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার । যা কিছুটা ঢালাই ও পিচ হবে । যার জন্য বরাদ্দ করা হয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা । মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের ঠাকুরথান এলাকা থেকে বেলতলা পর্যন্ত ৩.১ কিলোমিটার পিচ ও ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে । যার জন্য বরাদ্দ করা হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা ।
এদিন এই চারটি রাস্তার শিলান্যাস করেন মন্ত্রী বীরবাহা হাঁসদা । আজ থেকেই রাস্তা গুলির কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে । বীরবাহা বলেন,’৪টি রাস্তার শিলান্যাস করা হলো । এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে । এলাকার মানুষের স্বার্থে রাস্তার কাজ হবে । মানুষ যাতে উন্নয়ন থেকে বঞ্চিত না হয় সেটা আমরা সবসময় নজরে রেখেছি । আমি এখানকার সকল মানুষকে জানিয়েছি রাস্তার কাজ যেন ভালোভাবে হয়, কেউ কোন প্রকার বাধা যেন না দেয় । কারো যদি কোন আপত্তি থাকে তার যেন আমাদেরকে জানায়। কারণ রাস্তাটি এলাকার মানুষের জন্যই । রাস্তার কাজ যাতে ভালো হয় তা আমরা সকলেই গুরুত্ব দিয়ে দেখব ।’ কালীনগর গ্রামের বাসিন্দা সহদেব মাহাতো ও কমলকান্ত মাহাতো বলেন, ‘রাস্তার অবস্থা খুবই খারাপ । বর্ষাকালে হাঁটাচলা যায় না । অসুস্থ রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য গাড়ি আসতে চাইত না । পাকা ধান বাড়িতে তোলার সময় প্রচুর সমস্যায় পড়তে হতো । এবার থেকে আর সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে না । নতুন রাস্তা তৈরি হওয়া কাজ শুরু হয় আমরা খুশি।’