Kartik Aaryan Siddhivinayak Temple,সিদ্ধিদাতার দর্শনে বার্থডে বয় কার্তিক আরিয়ান! – kartik aaryan visits siddhivinayak temple to seek blessings on his birthday watch video


জন্মদিনের সকালেই ঘোষণা করেছেন তাঁর আগামী ছবির কথা। করণ জোহর আর একতা কপুরের প্রোডাকশনের এই ছবি। তবে জীবনের এই বিশেষ দিন হোক বা ছবির সূচনা, সিদ্ধিদাতার আশীর্বাদ ছাড়া কি এক পাও এগোনো যায়? কভি নেহি। আর তাই তো দুপুর দুপুর পৌঁছে গিয়েছিলেন সিদ্ধিবিনায়কের মন্দিরে। পুজো দিয়ে বেরোতেই তাঁকে ছেঁকে ধরলেন ভক্তরা। জন্মদিনে কাউকে নারাজ করলেন না স্টার (Kartik Aaryan Birthday)। মোটামুটি অনেকের সাথেই ধৈর্য ধরে সেলফি তুললেন অভিনেতা কার্তিক। পর পর তাঁর সিনেমার প্রজেক্ট কাজেই প্রচুর ব্যস্ত কার্তিক, তিবে জন্মদিনে সিদ্ধিদাতার দর্শনে ঠিক সময় বের করে এলেন। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। বিনোদন দুনিয়ার সমস্ত রকম খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Entertainment Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *