Mamata Banerjee ‘বাংলায় কর্মসংস্থান ৪২ শতাংশ বেড়েছে’, কেন্দ্রকে খোঁচা দিয়ে দাবি মুখ্যমন্ত্রীর – employment in west bengal increased 40 percent claimed by mamata banerjee at bgbs 2023


এগিয়েছে বাংলা, পিছিয়েছে ভারত। কর্মসংস্থানের নিরিখে বাংলাকে দেশের তুলনায় এগিয়ে রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বিদায়ী ভাষণে তাঁর বক্তব্য, ‘ভারতে কমেছে কর্মসংস্থান, বাংলায় বেড়েছে।’

কী জানালেন মুখ্যমন্ত্রী?

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ থাকা সত্বেও ‘এগিয়ে বাংলা’র তত্ত্বে সিলমোহর মুখ্যমন্ত্রীর। অন্ততপক্ষে, কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলা অনেকটাই এগিয়েছে বলে মত তাঁর। কর্মের সংস্থান তৈরি করেছে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্র। তাঁর কথায়, ‘ভারতে কমেছে কর্মসংস্থান, বাংলায় বেড়েছে। বাংলায় মোট ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে।’ আর কাজের সংস্থান বৃদ্ধিতে প্রধান ভূমিকা নিয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জোয়ার।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অগ্রগতি

রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অগ্রগতির ব্যাপারে বেশ কিছু তথ্য পরিসংখ্যান তুলে ধরেন তিনি। তাঁর কথায়, ‘আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন। এ রাজ্যে সব মিলিয়ে মোট ৯০ লাখ স্বনির্ভর গোষ্ঠী আছে। এর পাশাপাশি চর্ম শিল্প ১০ লাখ কর্মসংস্থান তৈরি করেছে।’ তাঁর আরও সংযোজন, ‘ আমাদের রাজ্যে 90 লাখ সেল্ফ হেল্ফ গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী আছে। বিভিন্ন জেলার গ্রামগুলি এখন গ্রোথ সেন্টারে পরিণত হয়েছে।’

Mamata Banerjee: ফের আমন্ত্রণ অক্সফোর্ডের, মমতাকে ব্রিটিশ রাজার সামনে বক্তৃতার ডাক
কৃষি থেকে সৃজনশীলতা, দিশা দেখাচ্ছে গ্রাম৷ সৃজনশীলতা আমাদের ভিশন। এখানেই কেন্দ্রকে নিশানা তাঁর। তাঁর বক্তব্য, কেন্দ্র যে ক্যাশলেস ইকনমি তৈরি করার চেষ্টা করছে, তাতে কর্ম সংস্থান হতে পারে না।

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ

গত কয়েক মাসে কেন্দ্রের আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। বস্তুত, এই আন্দোলনের আগামী রূপরেখা তৈরি করতে আগামীকাল, বৃহস্পতিবার বিশেষ সভার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের যে দুটি প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সবথেকে বেশি আওয়াজ তোলা হয়, তার মধ্যে অন্যতম হল একশো দিনের কাজ। এই প্রকল্পে মানুষের বকেয়া পাওনা না মেটানো হলে আগামী দিনে রাজ্য সরকার এই পাওনা মেটাবে বলে দাবি করা হয়। কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির চাপ যে রাজ্যের পাশাপাশি অনেক শিল্পগোষ্ঠীকেও দেওয়া হচ্ছে সেটাও এদিন উল্লেখ করেন তিনি।
তবে রাজ্যে যে কাজের সুযোগ কমেছে, কর্মসংস্থানের কোনও দিশা নেই, সেই যুক্তি দেখিয়ে বারবার আক্রমণ শানিয়েছে বিরোধী দলগুলো। সপ্তম বিশ্ব বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে দেশের একগুচ্ছ শিল্পপতিদের সামনে বাংলাও যে লগ্নি এবং কর্ম সংস্থানের জায়গা সেই বিষয়টি তুলে ধরতে চেয়েছেন তিনি বলে ধারণা অনেকের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *