কী ঘটনা?
বুধবার গড়বেতা রসকুণ্ডু হাইস্কুলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিতে এসেছিল এক ছাত্রী। বাবার সঙ্গে ইংরেজি পরীক্ষা দিতে এসেছিল সে। স্কুলের ক্যাম্পাসে প্রবেশ করতেই ঘটে তুলকালাম কাণ্ড। ফিল্মি কায়দায় প্রথমে ছুরি হাতে তার পথ আটকায় এক যুবক। এরপর রীতিমত ভয় দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয় স্কুলেরই একটি ক্লাস রুমের পাশে। এরপর কথা বলতে বলতেই ওই পরীক্ষার্থীর গলার কাছে ধারালো অস্ত্রের কোপ বসায় ওই যুবক।
প্রশ্নের মুখে স্কুলের নিরাপত্তা
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গড়বেতা গ্রামীণ থানার পুলিশ। আটক করা হয়েছে যুবককে। স্কুলে উপস্থিত অন্যান্য অভিভাবকদের তৎপরতাতেই আটক করা হয় ওই যুবককে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে ওই যুবক উত্যক্ত করছিল। বারবার প্রেমে প্রত্যাখ্যাত হয়েই এই ঘটনা বলে অনুমান পুলিশের।
তবে স্বাভাবিকভাবেই এই ঘটনার পর স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ। ওই যুবককে জেরা করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কী বলছেন আক্রান্তরা?
আক্রান্ত স্কুল পড়ুয়া বলেন, ‘স্কুলে ঢুকেই দেখলাম ছেলেটা পিছন পিছন আসছে। তখন ছুরি দেখিয়ে আমাকে ভয় দেখিয়ে স্কুলের ফাঁকা দিকে নিয়ে যায়। সেখানেই ছুরি নিয়ে আমার উপর আক্রমণ করে। আমি ছেলেটাকে চিনি। স্কুলের আসার সময় রাস্তায় আমাকে উত্যক্ত করত। আমি কেন কথা বলি না, সেই প্রশ্নও করে।’
স্কুলের প্রধান শিক্ষক স্মৃতিরঞ্জন দত্ত বলেন, ‘স্কুলে ঢুকেই পড়ুয়াদের থেকে প্রথম শুনলাম, যে আমাদেরই এক স্কুল পড়ুয়ার উপর ছুরি চালানো হয়েছে। ওই ছাত্রীর চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যে ঘটনা ঘটিয়েছে সে স্কুলের ছাত্র নয়। বাইরে ছেলে কী করে স্কুলে ঢুকল জানি না। পরীক্ষার কারণে আগে থেকে গেট খোলা হয়েছিল, সেই সুযোগেও ভিতরে ঢুকতে পারে বলেই মনে করা হচ্ছে।’