চন্দ্রকোণার গ্রামে নীলগাই, চলছে উদ্ধারের চেষ্টা – nilgai was seen in the village of chandrakona


এই সময়, মেদিনীপুর: হঠাৎ চন্দ্রকোণার গ্রামে হাজির নীলগাই। ধান খেতে সারাদিন দাপিয়ে বেড়ায় সে। বন দপ্তরের কর্মীরা মঙ্গলবার সারাদিন নীলগাইয়ের পিছনে ছুটেও ধরতে পারেনি। বুধবারও চলল নীলগাইয়ের খোঁজে তল্লাশি। খড়্গপুর ডিভিশনের ডিএফও শিবানন্দরাম বলেন, ‘চন্দ্রকোণার গ্রামে নীলগাই এসেছে, এমন একটি খবর পাওয়ার পর আমাদের বনকর্মীরা এলাকায় যান। প্রাণীটিকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। বুধবারও বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। এলাকায় মোবাইল নম্বর দেওয়া হয়েছে। কারও নজরে পড়লে বন দপ্তরে খবর দিতে বলা হয়েছে।’

এর আগে ২০১৭ সালেও জঙ্গলমহলে নীলগাই দেখা গিয়েছিল। গত বছর লালগড়ে দেখা মেলে। সেটিকে উদ্ধার করে মিনি জু’তে রাখা হয়। মনে হচ্ছে ঝাড়খণ্ড থেকে কোনও ভাবে এই নীলগাইগুলি আমাদের এলাকায় ঢুকে পড়ছে। এলাকার লোকজন যাতে বিরক্ত বা কোনও ক্ষতি না করে, তার জন্যে আশপাশের ডিভিশনকে সতর্ক করা হয়েছে। প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা চলছে।’

স্থানীয় বাসিন্দা কার্তিক মাজি বলেন, ‘এলাকায় মাঠে ধান কাটার কাজ চলছে। তখনই কয়েক জনে নজরে আসে ঘোড়ার মতো প্রাণীটি। পরে জানতে পারি, এটা নীলগাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *