যাদবপুরে সমাবর্তন; ডি.লিট প্রাপকের তালিকায় বিজেপি সাংসদ! JU to give d-litt to BJP MP Sonal Mansingh


শ্রেয়সী গঙ্গোপাধ্যায়:সমাবর্তনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এবছর কারা ডি.লিট. পাচ্ছেন? তালিকা প্রকাশ করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তালিকায় নাম রয়েছে রাজ্যসভার সাংসদ সোনাল মানসিংহের। নৃত্যশিল্পে অবদানের জন্য তাঁকে ডি.লিট. দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  Suvendu Adhikari: ‘পিসি-ভাইপোকে জেলে পাঠানোর প্রস্ততি নিচ্ছি’! হাইকোর্টে শুভেন্দু…

আগামী ২৪ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠান যাদবপুরে। প্রধান অতিথি হিসেবে আসছেন ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার। বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন, ‘তিনি রাজি হয়েছে। ওইদিন উপস্থিত থাকবেন। প্রাথমিকভাবে ইসিতে নামগুলি চূড়ান্ত হওয়ার পর,  পাঠানো হয়েছিল। রাজি হয়েছেন’।

এদিকে যাদবপুরে ইসি বৈঠক ঘিরে ফের জটিলতা। আগামিকাল, শুক্রবার এই বৈঠক ডাকা ছিল। সমাবর্তন অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়-সহ একাধিক বিষয়ে আলোচনার হওয়ারও কথা ছিল। কিন্তু ইসি বৈঠকে অনুমতি দেয়নি শিক্ষা দফতর। জানানো হয়েছে, এখন যিনি উপাচার্যে পদে রয়েছেন, তাঁর ইসি বৈঠক ডাকা এক্রিয়ার নেই। 

এর আগেও, যাদবপুরে ইসি বৈঠক ডাকার পরেও, তা স্থগিত রাখতে হয়েছিল। সেবারও শিক্ষা দফতরের অনুমতি পাওয়া যায়নি।

আরও পড়ুন:  Abhishek Banerjee: চোখে সংক্রমণে হাসপাতালে অভিষেক, ইন্ডোরে উদ্বিগ্ন মমতা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *