Bolpur Fake Doctor : ফ্ল্যাটে চেম্বার, রোগীদের থেকে মোটা ফি! রাজ্যে ফের আটক ভুয়ো চিকিৎসক – birbhum bolpur fake doctor detained by bolpur police investigation started


কোনও ডিগ্রি ছাড়াই রোগীদের চিকিৎসা। বোলপুর শহর প্রাণকেন্দ্র বিচিত্রা সিনেমা হলের পিছনে মোহর আবাসনে পসার জমিয়ে বসেছেন এক ভুয়ো চিকিৎসক। আর এই ঘটনা সামনে আসতেই তোলপাড় ছড়িয়ে গোটা জেলা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনও ডিগ্রি ছাড়াই ওই ভুয়ো চিকিৎসক রোগী দেখেছেন এবং তাঁদের ওষুধ লিখে দিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই চিকিৎসক স্নাতকও পাশ করেননি। আর এই ঘটনা সামনে আসতেই ফের একবার চর্চায় বীরভূম জেলা।

কী ঘটনা?

বোলপুর থানার অন্তর্গত বোলপুরের বিচিত্রা সিনেমা হলের পিছনে মোহর আবাসনের নীচে ঘর ভাড়া রোগী দেখছেন এক ভুয়ো চিকিৎসক, এমনটাই অভিযোগ। স্থানীয় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ওই ভুয়ো চিকিৎসককে সহযোগিতা করছে বলেও অভিযোগ উঠেছে।

এলাকাবাসীদের দাবি, নিজেকে চিকিৎসক বলে পরিচয় দেওয়া জীবন কুমার মাজি নামে ওই ব্যক্তি নাকি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। চেম্বার খুলে প্রেসক্রিপশন ছাপিয়ে সেখানেই তিনি রোগীদের প্রয়োজন মতো ওষুধ লিখে দিচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, ওই ভুয়ো চিকিৎসকর নাকি অস্ত্রোপচারের জন্যও রোগীদের রেফার করেন। রোগীদের সঙ্গে প্রতারণার করে চেম্বার থেকে ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে।

Birbhum News : স্কুল কর্তৃপক্ষকে শেড দিতে বাধা ক্লাবের, চাঞ্চল্যকর অভিযোগ! যত কাণ্ড বীরভূমে
পদক্ষেপ করল পুলিশ

বেশ কয়েক দিন স্থানীয় বাসিন্দার ওই ভুয়ো চিকিৎসককে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। খবর যায় বোলপুর থানায়। বোলপুর থানার পুলিশ বৃহস্পতিবার মোহর আবাসনে পৌঁছয়। পুলিশ দেখেই পিছনের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করেন ওই চিকিৎসক। কিন্তু অবশেষে তাঁকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ওই ব্যক্তি। এই বিষয়ে ভুয়ো ডাক্তার জীবন কুমার মাজি বলেন, ‘আমি এখানে কোনও রোগীদের চিকিৎসা করি না। আমি এখানে মানুষকে সাহায্য করার চেষ্টা করি। আমি এক চিকিৎসকের কাছে দীর্ঘ ২২ বছর ধরে কাজ করতাম। সেই হিসেবে বোলপুর স্ক্যান পয়েন্টে কাজ করি। আমি এখান থেকে রোগী দেখি না। রেফার করে দি। ঠান্ডার ওষুধ দি কখনও কখনও। আমি তো ডাক্তার নই।’

সেখানে উপস্থিত এক রোগী বলেন, ‘আমি তো চিকিৎসক জেনেই এখানে চিকিৎসা করাতে এসেছিলাম। ভুয়ো চিকিৎসক সেটা তো আর জানা ছিল না। সেই কারণেই এখানে আসা। প্রথমবারের জন্য এখানে এসেছি। ভাগ্যিস দেখানোর আগেই আসল সত্যিটা জানা গেল। খুব ভুল করে ফেলতাম না হলে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *