Justice Abhijit Ganguly : ‘বেআইনি হলে আমার বাড়িও ভাঙুন…’, অবৈধ নির্মাণ রুখতে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের – justice abhijit ganguly giver strict instructions for demolish illegal constructions


Calcutta High Court : বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দীর্ঘদিন ধরে বেআইনি নির্মাণ হলেও তা এখনও কেন ভাঙা হয়নি? প্রশ্ন তোলেন তিনি। ক্ষোভপ্রকাশ করে বিচারপতিকে বলতে শোনা যায়, ‘ আমার বাড়ি বেআইনিভাবে নির্মাণ হলেও সেটাও যেন ভেঙে দেওয়া হয়।’

কী জানালেন বিচারপতি?

হাওড়া জেলার লিলুয়া এলাকা বেআইনি নির্মাণ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল আদালতে। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে মামলাটি যায়। বেআইনি নির্মাণ ভেঙে ফেলার ব্যাপারে নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। এরপর মামলাটি ডিভিশন বেঞ্চে যায়। সেখানেও বেআইনি নির্মাণ ভেঙে ফেলার ব্যাপারেই নির্দেশ দেওয়া হয়। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, বেআইনি নির্মাণ কোনওভাবেই বরদাস্ত করা যাবে না। তিনি জানান, আমার বাড়ি হাওড়া জেলায়। সেটাও যদি বেআইনি ভাবে নির্মিত হয়ে থাকে, সেটাকেও ভেঙে ফেলুন।

কী নির্দেশ দিলেন তিনি?

বিচারপতি এদিন প্রশ্ন তোলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চর নির্দেশের পরেও কেন ভাঙা হয়নি বেআইনি নির্মাণ? আদালতের প্রশ্নে পুরসভা জানায়, পুলিশ না পাওয়ায় নির্মাণ না ভেঙে ফিরে আসতে হয় কর্মীদের। এই উত্তর শোনার পর বেলা তিনটায় বালি থানার আইসি ও প্রোমোটারকে হাজির হওয়ার নির্দেশ আদালতে। পাশাপাশি, উত্তর দমদম পুরসভা বেআইনি নির্মাণ না ভাঙায় কাল, শুক্রবার পুরসভার চেয়ারম্যানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ আদালতের।
প্রসঙ্গত, কিছুদিন আগেই হাওড়া পুরসভা বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নেয়। নিয়ম না মেনে নির্মাণ করা হলেই প্রোমোটারদের বিরুদ্ধে থানায় FIR করবে পুরসভা বলে জানিয়ে দেওয়া হয়। পুরপ্রশাসনের তরফ থেকে গত অক্টোবর মাসে একটি নির্দেশিকা জারি করা হয়। এমনকি, পুজোর পর থেকেই এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে পুরসভার তরফে।

Anis Khan Death Case : সিআইডি তদন্তে অসঙ্গতি, রায় পুনর্বিবেচনার আর্জি! ফের হাইকোর্টে আনিসের পরিবার
হাওড়া জেলায় যেখানে সেখানে বেআইনি নির্মাণ গড়ে ওঠায় প্রতিবাদ জানিয়েছিল বিরোধীরা। এমনকি, বিজেপির তরফে পুরসভা অভিযান করেও বেআইনি নির্মাণের বিরুদ্ধে আওয়াজ তোলে স্থানীয় বিজেপি নেতৃত্ব। একের পর এক বেআইনি নির্মাণ হলেও পুরসভার নজরদারি নেই বলে অভিযোগ তোলেন তাঁরা। কিছুদিন আগেই বিধাননগর পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডে বেআইনি নির্মাণ ভাঙতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেখানেও দ্রুত বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *