Mamata Banerjee Asks Rss Not To Support Pm Narendra Modi In Lok Sabha Election 2024


তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ‘সুসম্পর্ক’-র অভিযোগ তুলে বারবার খোঁচা দিতে শোনা যায় সিপিএম-কংগ্রেসের মতো বিরোধী দলগুলিকে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন থেকে বক্তব্য রাখার সময় আরএসএস ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরএসএসকে বিশেষ অনুরোধ করেছেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী।

আরএসএসকে অনুরোধ মমতা

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করার পাশাপাশি আরএসএস ইস্যুতে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘আমার চোখ-কান একটু বেশি চলে। ছট পুজোর দিন অনুষ্ঠানে যোগ দিতে আমি ঘাটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি আরএসএস ক্যাম্প করে বসে রয়েছে। আপনি ধর্ম করুন, আমার কোনও আপত্তি নেই। একটা অনুরোধ, যে দু’জন লোক ভারতের সব থেকে বেশি ক্ষতি করেছে, দয়া করে তাঁদের সমর্থন করবেন না। আপনারা অনেক সময় অনেককে সমর্থন করেছেন। আপনাদের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। কিন্তু এই দুটো লোককে আর সমর্থন করবেন না।’ ‘দুটো লোক’ বলে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাই মমতা বলতে চেয়েছেন বলে মত রাজনৈতিক মহলের।

বিজেপিকে তীব্র আক্রমণ

এদিনের সভা থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে মুখ্যমন্ত্রী। কখনও তাঁর গলা উঠেছে এসেছে কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গ, কখনও দিল্লির সরকারের বিরুদ্ধে গৈরিকীকরণের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকার ক্ষমতার জোরে যা খুশি তাই করে যাচ্ছে। সব কিছুতেই বাবুদের ছবি লাগাতে হবে। জমিদারদের মতো আচরণ করছে। বাবুদের ছবি না লাগালে টাকা দেওয়া হবে না বলছে। আমি বলে দিয়েছি, তোমাদের টাকা দেওয়ার কোনও দরকার নেই। আর তো তিন মাস এই সরকারের আয়ু, তারপরই নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এই সরকারকে বিদায় দেওয়ার সময় এসে গিয়েছে।’

Trinamool Congress : ২৩ তারিখ তৃণমূলের সভা, নেতাজি ইন্ডোরে পঞ্চায়েতের পদাধিকারীদের উপস্থিত হওয়ার নির্দেশ
কেন্দ্রীয় এজেন্সি অপব্যবহার নিয়ে আক্রমণ

একাধিক দুর্নীতির অভিযোগে রাজ্যে সক্রিয় হয়েছে ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শাসকদলের একাধিক নেতামন্ত্রী দুর্নীতির অভিযোগে জেলে রয়েছে। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের মুখে পড়েছেন। এই নিয়ে মুখ খুলেছেন মমতা। তিনি বলেন, ‘এখানকার বিজেপি নেতাদের অনেক বেনামি সম্পত্তি। দিল্লিতে ক্ষমতা রয়েছে বলে ইডি-সিবিআইকে দিয়ে তৃণমূল কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়াল বা অশোক গেহলটের ছেলের বিরুদ্ধে যা করানো হচ্ছে, আগামী দিন এই অফিসাররাই তোমাদের সঙ্গে একই কাজ করবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *