Mamata Banerjee Says India Would Win If The Match Played In Kolkata Or Mumbai


লোকসভা ভোটের আগে কেন্দ্রকে আক্রমণের সুর কার্যত নির্দিষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের নির্দেশ দিলেন, ‘যা বলছি, পয়েন্টগুলো নোট করে নিন। পরে মনে থাকবে না। ব্লকে ব্লকে গিয়ে বার বার এই কথাগুলোই বলতে হবে। তৃণমূলকে বার বার চোর বলে অপমান করা তা চলবে না।’

কেন্দ্রকে আক্রমণের প্রসঙ্গেই তৃণমূল সুপ্রিমোর মুখেও উঠে এল ভারতের বিশ্বকাপ ফাইনালের কথা। কোহলিদের হারের জন্য বিজেপি সরকারকেই দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি এখনও বলছি, বিশ্বকাপ ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হত ইন্ডিয়া অবশ্যই জিতত। আমাদের ছেলেরা এত ভালো খেলাধূলায়। অথচ সব খেলোয়াড়দের গেরুয়া পরিয়ে দিল। এমনকী নাকি এও বলে দিয়েছিল খেলার সময়ও গেরুয়া পরতে হবে। নীল পরা যাবে না। খেলোয়াড়দের আপত্তিতে সেটা হয়নি। তাও দেখবেন নীলের মাঝে একটু গেরুয়া লাগিয়ে দিয়েছে।’

এখানেই শেষ নয়, মোদী-শাহকে নাম না করে তীব্র আক্রমণ মমতার। তিনি বলেন, ‘পাপিষ্ঠরা যেখানে যাবে সেখানেই ঝামেলা। পাপে কখনও বাপেরেও ছাড়ে না। এত ভীতুর দল দেখিনি। আমাদের ছেলেরা সারা বিশ্বকাপ এত ভালো খেলল। একটা খেলাতেও হারেনি। যেই ওরা গেল ওমনি হার। পাপিষ্ঠরা যেই গেল ওমনি হারল। ফুটবল দলকেও গেরুয়া পরিয়ে দিয়েছে।’

এই প্রথম নয়, এর আগেও বিরাট রোহিতদের গেরুয়া জার্সি নিয়ে আপত্তির কথা শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। শুধু মমতা নন, তৃণমূল বিধায়ক ও কলকাতা মেয়র ফিরহাদ হাকিমও একইসুরে আক্রমণ শানিয়েছিলেন। ইডেন বা ওয়াংখেড়েতে ম্যাচ হলে ভারতে হারত না এমন মন্তব্য শোনা যায় সঞ্জয় রাউতের মুখেও। ইন্ডিয়া জোটের অংশ সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবও গুজরাটে মোদী স্টেডিয়ামে ম্যাচ নিয়ে আপত্তি প্রকাশ করেন।

Mamata Banerjee News: ‘ওদের ৮ জনকে জেলে ভরব’, বিজেপিকে হুঁশিয়ারি মমতার

এই প্রসঙ্গে চন্দ্রযানের অসফলতার কথাও টেনে আনেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ‘যেখানে যাই, সেখানেই সমস্যা। ইসরোর তো দোষ নেই। ভালো হলে একজনের গুণগান। খারাপ হলেও ওদের দোষ।’

আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *