Mamata Banerjee to Nawsad Siddique : ‘BJP-র থেকে টাকা নিয়ে…’, নাম না করে নওশাদকে নিশানা মমতার – mamata banerjee attacks isf mla nawsad siddique from tmc rally in kolkata


বিজেপির পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। নাম না করে ভাঙড়ের বিধায়ককে বিজেপির ‘দালাল’ বলে আক্রমণ তৃণমূল নেত্রীর। সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে প্রভাবিত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

কী বললেন মুখ্যমন্ত্রী?

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। মঞ্চ থেকে মমতার নিশানায় সর্বাগ্রে ছিল বিজেপি। বক্তৃতার মাঝে সিপিএমকেও আক্রমণ করতে ভোলেননি তিনি। তাঁর আক্রমণের তালিকায় জায়গা করে নিলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিও। নাম না করে সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ককে আক্রমণ করেন তিনি।

নওশাদকে আক্রমণ

মুখ্যমন্ত্রী এদিন নাম না করে বলেন, ‘বিজেপির টাকা নিয়ে দুই একজন ভুঁইফোড় উঠেছে।… ভাঙড়ের খুনেও জড়িত আছে। এরা গিয়ে বিজেপির টাকা নিয়ে সংখ্যালঘুদের কাছে নানারকম মিথ্যা কথা বোঝাচ্ছে। বিশ্বাস করবেন না। বিজেপি তো বলেই দিয়েছে, সবার জন্য সংরক্ষণ হবে, মুসলিমদের জন্য সংরক্ষণ হবে না। কেন? আগে তো তফসিলি জাতিদের সংরক্ষণ তুলে দেওয়ার চেষ্টা করেছিল।’

উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে আগামী লোকসভা নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন নওশাদ। ওই কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ‘ কালীঘাটে পাঠাবেন’ বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে। জেলায় জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন এককাট্টা করতে সচেষ্ট হয়েছেন নওশাদ।

Mamata Banerjee : ডিসেম্বরেই দিল্লি অভিযান, প্রধানমন্ত্রীর সময় চাইবেন মমতা
জেলায় জেলায় ইতিমধ্যে ISF সংগঠন বৃদ্ধিতে নজর দিয়েছে। দুদিন আগেই ঝাড়গ্রাম জঙ্গলমহলে গিয়েও সভা করে আসেন নওশাদ। বেশিরভাগ সময়েই তাঁর আক্রমণের নিশানায় রয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের প্রতি সমালোচনায় সরব হলেও রাজ্যের একাধিক তৃণমূল নেতৃত্বের দুর্নীতির ক্ষেত্রেই বেশি সরব হতে দেখা গিয়েছে নওশাদকে। আগামী লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট কাটতে নওশাদ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে মনে করছে তৃণমূলের একাংশ। সেই কারণেই, ISF বিধায়কের মন্তব্যে ‘বিশ্বাস’ না করার বার্তাই কর্মীদের দিলেন তৃণমূল নেত্রী বলে ধারণা রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *