OLX Bike : OLX-এ বিজ্ঞাপন দিয়ে মহা ফাঁপড়ে পড়লেন যুবক, শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়ে মিটল সমস্যা – siliguri young man bike theft police arrest two related to this case


শিলিগুড়িতে বাইক চোরদের উৎপাত ক্রমেই বাড়ছে। OLX-এ বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন যুবক। কিন্তু সেই বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়ে বিপদে পড়তে হল যুবককে। বাইক চোরদের খপ্পড়ে পড়ে শেষ বাইকই চুরি গেল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। শেষ পর্যন্ত পুলিশের চেষ্টায় বাইক উদ্ধার হল। পাশাপাশি দুই বাইক চোরকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে বাইকটি উদ্ধার করা হয়েছে।

কিছুদিন আগে অনলাইনে নিজের দামি বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন শিলিগুড়ির বাসিন্দা রোহন থাপা এক যুবক। অনলাইন সাইটে সেই বাইক বিক্রির বিজ্ঞাপন দেখেই যুবকের সঙ্গে ক্রেতা সেজে যোগাযোগ করে দুই যুবক। এরপর যুবকের বাড়িতে বাইক দেখতে আসে তারা। এরপর বাইক চালিয়ে দেখার কথা বলে বাইক নিয়ে পালিয়ে যায় ওই দুইজন।

কী ঘটনা শিলিগুড়িতে?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ভক্তিনগর থানার এলাকার শহিদ নগরের বাসিন্দা রোহন থাপা অনলাইনে তাঁর দামী বাইক বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বাইক দেখে একজন যোগাযোগ করে তাঁর সঙ্গে। ফোনে বাইক কেনার আগ্রহ প্রকাশ করে তারা।

১৯ নভেম্বর বাইক দেখার জন্য শশাঙ্ক চক্রবর্তী ও প্রকাশ শিকদার নামে দুইজন যুবক রোহনের বাড়িতে আসে। এরপর সেখানে দুইজনে বাইকটি দেখে। এরপর চালিয়ে পরীক্ষা করার নামে সেই বাইক নিয়ে এলাকা থেকে পালিয়ে যায় দুইজন। ঘটনার আকস্মিকতায় খানিক হকচকিয়ে যান রোহন।

Siliguri News : হাতের কারসাজিতে গায়েব বাইক! শিলিগুড়িতে পুলিশের জালে গ্যাংয়ের ‘দিদি’ নার্গিস
অবশেষে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন রোহন থাপা। সেই লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ শশাঙ্ক ও প্রকাশকে গ্রেফতার করে। ধৃত শশাঙ্ক ইস্টার্ন বাইপাস সংলগ্ন মাঝাবাড়ি ও প্রকাশ শিকদার চয়নপাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার তাঁদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। ধৃতদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অনলাইনে সামগ্রী কেনার নামে ধৃত দু’জন আর কারও সঙ্গে প্রতারণা করেছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

শিলিগুড়িতে বাইক চোরদের দাপট

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে বাইক চোরদের দাপট ক্রমেই বাড়ছে। বাইক রেখে খানিক চোখের আড়াল হলেও তা গায়েব হয়ে যাচ্ছে। সম্প্রতি মাাটিগাড়া থানার পুলিশ নার্গিস বেগম নামে বাইক চক্রের মূল পাণ্ডা এক মহিলাকে গ্রেফতার করে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসবাদ করা হচ্ছে। ওই মহিলা বাইক চুরিতে সিদ্ধহস্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *