Traffic Update in Kolkata: বিষ্যুদবারে মিটিং মিছিলের ফাঁসে শহর, কোন কোন রাস্তায় গেলে ভোগান্তি দেখে নিন – kolkata traffic news for today 23 november there are numbers of rally and procession are scheduled in city


সপ্তাহের মাঝামাঝি ফের কল্লোলিনী কলকাতায় ঠাসা মিটিং মিছিল। দিনের ভিন্ন ভিন্ন সময়ে শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে একাধিক কর্মসূচি, যার জের অবরুদ্ধ হতে পারে রাস্তা প্রভাব পড়তে পারে রাজ্যে। সপ্তাহের কর্মব্যস্ত দিনে যাতে কোনওভাবে কেউ বিড়ম্বনায় না পড়েন তার জন্য সদাসতর্ক কলকাতা ট্রাফিক পুলিশ। শহরবাসীর সুবিধার্থে পূর্ব নির্ধারিত কর্মসূচির রুটম্যাপ তারা আগামই জানিয়েছে। বৃহস্পতিবার কেমন থাকবে শহরে ট্রাফিকের পরিস্থিতি? কোন রাস্তায় গেলে পড়তে হতে পারে যানজটে আর কোন রাস্তা ধরলে সময় মতো পৌঁছবেন গন্তব্য তার আপডেট দিল কলকাতা ট্রাফিক কন্ট্রোল।

মিটিং মিছিলের মহানগর

উৎসবের মরশুমে কলকাতায় মিটিং মিছিলের সংখ্যা কিঞ্চিৎ কম থাকলেও একেবারেই তা নগণ্য নয়। উৎসবের রেশ কাটিয়ে শহর কলকাতা ওয়ার্ক মোডে ফিরতেই ফের শুরু মিটিং মিছিলও। কখন কোথায় রয়েছে কোন কর্মসূচি তা জানানো হয়েছে লালবাজার ট্রাফির কন্ট্রোলের তরফে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে শহরের রাস্তায় একদম স্বাভাবিক রয়েছে যান চলাচল। কোনও বড় ধরনের দুর্ঘটনার খবর নেই। তবে বেলা গড়ালেই শহরে রয়েছে একাধিক কর্মসূচি। তাতে খানিক প্রভাব পড়তে পারে ট্রাফিকে।

কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোলরুম সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১০টায় নোনাপুকুর ট্রাম ডিপো থেকে একটি মিছিল বেরিয়ে যাবে পার্ক স্ট্রিটের EPFO অফিসে। এজেসি বোস রোড হয়ে পার্কস্টিট যাবে মিছিলটি। সেসময় ওই অঞ্চলের ট্রাফিকে প্রভাব পড়বে। অতএব ১০টার সময় ওই অঞ্চল এড়িয়ে চলা সম্ভব হলে যানজটের মুখে পড়ে হবে না। এছাড়া এদিন ১১টা নাগাদ NIS-এও রয়েছে একটি সমাবেশ। এরপর দুপুর ১২টায় শিয়ালদহ স্টেশন থেকে বেরোবে একটি মিছল। যাবে মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু। মিছিলটি শিয়ালদা ফ্লাইওভার , মৌলালি ক্রসিং, এস এন ব্যানার্জী রোড, ডোরিনা ক্রসিং হয়ে যাবে গন্তব্যে। এর ফলে ওই রাস্তায় বাড়বে ট্রাফিকের চাপ।

এখানেই শেষ নয়, দুপুর ২টোয় রানি রাসমণি স্কোয়ার থেকে আরও একটি মিছিল বেরিয়ে যাবে আমেরিকান সেন্টারে। জওহরলাল নেহেরু রোডে, হো চি মিন সরণী ভায়া রফি আহমেদ কিদোয়াই রোড, এসএন ব্যানার্জী রোড, ডোরিনা ক্রসিং, জওহরলাল নেহেরু রোড হয়ে ঘুরবে মিছিল। ফলে দুপুরের দিকে ওই রাস্তাতেও ব্যাপক যানজটের সমস্যা হতে পারে। তবে তার জন্য বিকল্প রুটের ব্যবস্থা রেখেছে ট্রাফিক পুলিশ। প্রয়োজনমতো করা হতে পারে যান নিয়ন্ত্রণও বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *