Uttarakhand Tunnel Collapse Update : ঝড়ের গতিতে হয় কাজ, উত্তরাখণ্ডে শ্রমিকদের উদ্ধারে ব্যবহৃত পাইপ গেল বর্ধমান থেকে – uttarakhand tunnel collapse stuck labour rescued by a pipe made in bardhaman


উত্তরাখণ্ডের সঙ্গে মিলল পশ্চিমবঙ্গ। উত্তর কাশীতে টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য বিশেষ পাইপ তৈরি হল পূর্ব বর্ধমানের কালনায়। যুদ্ধকালীন পরিস্থিতিতে পাইপ তৈরি হয় বর্ধমানের বৈদ্যপুরের একটি কারখানায়। বিমানে করে নিয়ে যাওয়া হয় সেই পাইপ। এবার সেই পাইপের সাহায্যে টানেলে আটকে থাকা শ্রমিকদের বের করে আনার অপেক্ষায় দিন গুনছেন প্রত্যেকেই।

কোথায় তৈরি হল পাইপ

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মান সিল্কিয়ারা টানেলে ধসের জেরে আটকে রয়েছে ৪১জন শ্রমিক। আজ ১২দিন হয়ে গেল ট্যানেলে আটকে শ্রমিকরা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার কাজে তৈরি হচ্ছে ট্যানেল। সেই ট্যানেল তৈরিতে ব্যবহার হচ্ছে বিশেষ ধরনের ‘ইন্টারমিডিয়েট জইনিং সিস্টেম’ পাইপ। এই বিশেষ ধরনের পাইপ তৈরি করছে পূর্ব বর্ধমানের কালনার বৈদ্যপুরের একটি কোম্পানিতে।

পাইপ পাঠানো হল বিমানে

যুদ্ধকালীন তৎপরতায় বিশেষ ধরনের ৮ ফুটের পাইপ তৈরি হয় এখানে। এই পাইপ বিমানের মাধ্যেমে নিয়ে যাওয়া হয় উত্তরাখণ্ডের উত্তরকাশীতে। এখানকার তৈরি পাইপ ওই টানেলে বসানো হবে, তারপরই ওই টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে বলে জানা গিয়েছে।

কোম্পানির আধিকারিকরা কী বলছেন?

পাইপ তৈরি কোম্পানির কর্ণধার দেবাংশু কুমার বলেন, উত্তরকাশীতে ট্যানেল নির্মাণের একটি কোম্পানি তাঁদের সঙ্গে যোগাযোগ করে। ধসে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করার জন্য বিশেষ ধরনের পাপই তৈরি করার বরাত দেয়। তাঁরা জানায়, দু’দিনের মধ্যে বিশেষ দুটি পাইপ তৈরি করতে হবে। তাই মঙ্গলবার ও বুধবার দু’দিন ধরে যুদ্ধকালীন তৎপরতায় পাপই তৈরি হয় বলে জানান তিনি। দেবাংশু কুমার বলেন, ‘আমাদের কোম্পানির তৈরি পাইপ দিয়ে নদীর গভীরে ট্যানেল তৈরি করেছি। আসামের বঙ্গাইগাঁও এলাকায় কানামাগগ্রা নদীর গভীরে গ্যাস পাইপ নিয়ে যাওয়ার জন্য ১২০০মিটার লম্বা পাপই লাইন তৈরি করেছে আমাদের কোম্পানি।’

Uttarakhand Tunnel Collapse : টানেল মুখে চলছে পুজো, অন্ধকূপ থেকে মুক্তি আর কতক্ষণে?
প্রসঙ্গত, বৃহস্পতিবারের মধ্যেই আটকে পড়া শ্রমিকদের বের করে আনার চেষ্টা হলেও কিছুটা সময় লাগছে উদ্ধারকারীদের। সেক্ষেত্রে শুক্রবারের মধ্যেই শ্রমিকদের বের করে আনা হতে পারে বলে আশা করা হচ্ছে। ১২ নভেম্বর থেকে শ্রমিকরা ওই নির্মীয়মান টানেলের মধ্যে আটকে রয়েছে। উৎকণ্ঠায় রয়েছে প্রতিটি শ্রমিকের পরিবার। প্রায় ৫৭ মিটার ড্রিল করে ওই পাইপ ঢুকিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা চলছে নিরন্তর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *