West Bengal Trending News : দিনের চাকরি সেরে সন্ধ্যায় মুনলাইটিংয়ে ফোন ছিনতাই, আইফোন চুরির বদলা আইটিআই পাশ যুবকের – iti pass youth stole 25 android phones to take revenge of mobile theft


এই সময়, আসানসোল: বিদ্যুতের গতিতে মোবাইল ফোন ছিনিয়ে ভোঁ-ভাঁ। মোটরবাইক নিয়ে মিশে যেত সরু অলিগলির ভিড়ে। দিনের বেলা একটি মোবাইল নেটওয়ার্ক সংস্থায় সেল্‌সম্যানের কাজ সেরে ভোলবদলে ছিনতাইবাজ হয়ে যেত সন্ধের দিকে। বেশি দিন নয়, মাসকয়েকের এই মুনলাইটিংয়ে (শিফ্‌ট শেষে বা সপ্তাহান্তে বাড়তি আয়ের জন্য অন্যত্র কাজ করাকে বলে মুনলাইটিং) কমপক্ষে ২৫টি দামি অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করেছে বছর পঁচিশের ওই যুবক। গত রবিবার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত একটি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার করা হয়েছে সেই আইটিআই পাশ যুবক বিদ্যুৎ ধীবরকে।

বিদ্যুতের ফেসবুক প্রোফাইলের ইনট্রোতে লেখা- ‘হেল্পিং পিপল্ টু লিভ অ্যা বেটার লাইফ অ্যান্ড রিয়ালাইজ় ইওর ড্রিম্‌স’। স্বপ্ন দেখেছিলেন তার মাছ বিক্রেতা বাবাও। ছেলে চাকরি করে ভালো মানুষ হবে, এই আশায় অনেক কষ্ট করে আইটিআইতে বিদ্যুৎকে পড়িয়েছিলেন বাবা। কিন্তু সেই ছেলে আপাতত আসানসোল জেলে বন্দি।
সালানপুর ব্লকের ঝাড়খণ্ড সীমানার শেষ প্রান্তের গ্রাম ডোমদহে বাড়ি বিদ্যুতের। কয়েক বছর আগে রূপনারায়ণপুর আইটিআই থেকে টার্নার ট্রেডে পাশ করেছে সে। বর্তমানে আসানসোলে একটি মোবাইল নেটওয়ার্ক সংস্থায় সেলসম্যানের কাজ করে।

আইটিআই ডিগ্রি আছে, চাকরিও আছে, তা হলে মোবাইল ছিনতাই কেন? জানা গিয়েছে, এই প্রশ্নের উত্তরে পুলিশ আধিকারিকদের বিদ্যুৎ জানিয়েছে, তার বাবা অনেক কষ্ট করে তাকে একটি আইফোন কিনে দিয়েছিলেন। কিন্তু সেটি ছিনতাই হয়। সেই দিনই সে পণ করে, দামি মোবাইল ছিনতাই করে তা বিক্রি করে সেই টাকায় আবার সে আইফোন কিনবে। সেই মতো মাসকয়েক আগেই ছিনতাইয়ের কাজে সে জড়িয়ে পড়ে। পুলিশকে বিদ্যুৎ আরও জানিয়েছে, ছিনতাই করা মোবাইল সে প্রধানত ঝাড়খণ্ডের জামতাড়ায় বিক্রি করত। মোটরবাইক নিয়ে সে মূলত অপারেশন চালাত চিত্তরঞ্জন, সালানপুর ব্লকের মতো পরিচিত জায়গায়।

পুলিশ জানিয়েছে, সন্ধের দিকে হেলমেট পরে মোটরবাইক নিয়ে বেরিয়ে পড়ত বিদ্যুৎ। পরনে থাকত অত্যন্ত স্মার্ট জামাকাপড়। সম্প্রতি পুজোর মরশুমে চিত্তরঞ্জন, রূপনারায়ণপুর, সালানপুর ব্লকের বিভিন্ন জায়গা থেকে ৮টি মোবাইল মিসিংয়ের অভিযোগ দায়ের হয় একাধিক থানায়। গত ১৪ নভেম্বর একইদিনে রূপনারায়ণপুরের হঠাৎ কলোনির বাসিন্দা রাজেশ মণ্ডল এবং চিত্তরঞ্জনের বাসিন্দা নূপুর শর্মা ও রাহুল শর্মার মোবাইল ছিনতাই হয়।

একসঙ্গে এতগুলি অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। হাতে আসে একটি সিসিটিভি ফুটেজ। আর তাতেই ধরা পড়ে যায় বিদ্যুৎ। তাকে জেরা করে পুলিশ প্রথমে ঝাড়খণ্ডের জামতাড়া ও দুমকা থেকে বিক্রি করে দেওয়া ৪টি মোবাইল উদ্ধার করে। পরে তার বাড়িতে হানা দিয়ে আরও ২১টি দামি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করে পুলিশ। পুলিশ একপ্রকার নিশ্চিত ‘লোন উলফ’ হিসেবে একাই ছিনতাই করত বিদ্যুৎ। তাও তাঁকে জিজ্ঞাসাবাদ করে আর কোনও চক্র এর সঙ্গে জড়িত কিনা জানতে চাইছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *