নদিয়ার বছর পঞ্চান্নর প্রৌঢ় নিরঞ্জন রাহা দু’সপ্তাহ ধরে টানা জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা পর এখন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ব্রুসেলায় আক্রান্ত হয়ে। রক্তপরীক্ষা করার পর তাঁর ব্রুসেলায় আক্রান্তের বিষয়টি সামনে আসে। প্রাণিবন্ধু না হয়েও ব্রুসেলায় সংক্রমিত হলেন তিনি কীভাবে তা নিয়ে চলছে জল্পনা। এখন ভেন্টিলেটরে রাখা হয়েছে তাঁকে বলে জানা গিয়েছে।
Source link
