ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। এ বার বাংলাদেশি পর্যটকদের জন্য বন্ধ হল হোটেলের দরজা। দার্জিলিঙে ঘুরতে আসেন বহু বাংলাদেশি পর্যটক। সেই দার্জিলিঙে এক হোটেল কর্তৃপক্ষ বাংলাদেশি পর্যটকদের বুকিং নেবে না বলেই জানিয়ে দিয়েছে। তাঁর মূল কারণই হল, বিশ্বকাপে ফাইনাল ভারতের হারের পর বাংলাদেশের কিছুজনের উচ্ছ্বাস, উন্মাদনা।
ইতিমধ্যেই ফেসবুকে হোটেলের তরফে জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি পর্যটকদের বুকিং নেওয়া হবে না। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট করতেই অনেকে প্রশংসা করেছেন হোটেলের। আবার খুব কম সংখ্যক মানুষ তার বিরোধীতা করেছেন। তবে হোটেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপে ভারতের হারের পর বাংলাদেশের এমন মনোভাব মেনে নেওয়া যায় না।
বিশ্বকাপে ভারতের হারের পর বাংলাদেশের এমন মনোভাব মেনে নেওয়া যায় না
হোটেল কর্তৃপক্ষ
এই নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদের বক্তব্য, ‘বিশ্বকাপের ফাইনালের পর বাংলাদেশে কী হয়েছে আমরা তা দেখেছি! এখন অনেকেই বাংলাদেশের নাগরিকদের উপর ক্ষুব্ধ। আমাদের হোটেলে ভারতীয়, বাংলাদেশি পর্যটকেরা এসে থাকেন। ফলে কোনও সময় ঝামেলার ঘটনাও ঘটতেই পারে। সেই আশঙ্কাতেই আমরা বাংলাদেশি পর্যটকদের বুকিং নিচ্ছিনা।’ আপাতত দার্জিলিঙের একটি হোটেল এমন পদক্ষেপ নেওয়ার পর সোশ্যাল মিডিয়াতেও সেই বার্তা ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকেই দাবি করছেন, সকল হোটেল মালিকদের এই পদক্ষেপ নেওয়া উচিত। পাশাপাশি বাংলাদেশি পণ্য বয়কটেরও ডাক দেওয়া হয়েছে।
এদিকে পর্যটকে ঠাসা দার্জিলিং। সেখানে এক হোটেলে বাংলাদেশি পর্যটকদের জন্য বুকিং বাতিল করেছে। পাহাড়ে হোটেলের সংখ্যা কম নয়। ফলে তা নিয়ে খুব একটা আশঙ্কা দেখছেন না বাংলাদেশি পর্যটকরা।
ওই হোটেলের বুকিং না নেওয়ার ব্যাপারে পর্যটন সংস্থাগুলিরও জানা নেই বলেই জানান ট্যুর অপারেটরা।
প্রসঙ্গত, ম্যাচ হারের পর নিজেদের হতাশা লুকাতে পারেনি ভারতীয় দল। আর তখনই উচ্ছ্বাসের ছবি দেখা যায় বাংলাদেশের সমর্থকদের মধ্যে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া X-এ ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়,ভারতীয় দলের হারে আনন্দে আত্মহারা বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। ভিডিয়োতে দেখতে পাওয়া বেশ কিছু বক্তব্যে ক্রিকেট সমর্থকদের বলতে শোনা যায়, ‘বাংলাদেশ জিতলেও এত খুশি হতাম না। ইন্ডিয়াকে হারতে দেখে যত খুশি হয়েছি।’