কী সেই সুখবর?
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এসবিএসটিসির উদ্যোগে চালু হতে চলেছে ব্যাটারিচালিত লাক্সারি মিনি বাস পরিষেবা। দিঘা সন্নিকটের এলাকায় ভ্রমণের জন্য ব্যবহৃত হবে এই বাস পরিষেবা। দিঘা থেকে উপকূল বরাবর রাস্তা ধরে সুমসৃণ মেরিন ড্রাইভের উপর দিয়ে ছুটে যাবে এই ব্যাটারিচালিত বাস। সব ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরেই এই পরিষেবা চালু হচ্ছে।
আগেও নেওয়া হয় উদ্যোগ
বছর তিনেক আগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে এই বাস পরিষেবা চালু করা হয়েছিল। দিঘায় পর্যটকরা পৌঁছনোর পর আশেপাশের সমুদ্র সৈকতগুলি অর্থাৎ মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর ঘুরে দেখার জন্য অনেকেই গাড়ি ভাড়া করে থাকেন। সেই গাড়ি নিয়ে অনেক সময় ঝামেলায় পড়তে হয় পর্যটকদের। ভাড়া ওঠানামার কারণেও নাজেহাল হন পর্যটকরা। সেই কথা মাথায় রেখেই দিঘা সংলগ্ন অঞ্চলে চলাচলের জন্য এই বাস পরিষেবা চালু করা হয়।
মোট পাঁচটি মিনিবাস চালু করা হয়েছিল। সর্বোচ্চ ৭০ কিমি বেগে এই বাস চলাচল করতে পারে। মাথা পিছু এই বাসে সর্বোচ্চ ভাড়া হয় একশো টাকা। যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুষ্ঠু পরিষেবার কথা মাথায় রেখে এই নতুন বাসগুলি চালানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে রাস্তার কিছু সমস্যার কারণে বন্ধ হয়ে যায় এই বাস পরিষেবা।
বর্তমানে বাসগুলি দিঘা বাস ডিপোতে পড়ে নষ্ট হচ্ছে। সেই কারণে পর্যটকদের কথা মাথায় থেকে ফের বাস পরিষেবা চালু করার কথা ভাবা হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর থেকেই এই বাস পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে। পর্যটকদের জন্য দিঘার দ্রষ্টব্য স্থানগুলির পাশ দিয়েও যাবে এই বাসগুলি। এই সিদ্ধান্তে খুশি পর্যটক থেকে শুরু করে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও।
স্থানীয় এক পর্যটন ব্যবসায়ী জানান, দিঘায় যত বেশি পরিমাণ সুযোগ সুবিধা মিলবে ততো বেশি পর্যটক আসার জন্য আগ্রহী হবেন। দিঘা উপকূলবর্তী এলাকায় এ মাথা থেকে ও মাথায় যাওয়ার জন্য এরকম অত্যাধুনিক ব্যাটারি পরিচালিত বাস পরিষেবা চালু হলে পর্যটকরা খুশি হবেন। আমাদেরও এতে অনেকটাই সুবিধা হবে।