West Bengal Police : হেলমেট না পরার পরিণাম! ফাইন নয়, সিউড়ির যুবককে অভিনব শাস্তি পুলিশের – birbhum traffic police takes step and give punishment to suri motor bike rider


পথ নিরাপত্তার স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চালু হয়েছিল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’। ট্রাফিক আইনের গুরুত্ব বোঝানোর পাশাপাশি পথচারী ও গাড়ি চালকদের সচেতনতা বৃদ্ধি করতে একাধিক পদক্ষেপ করা হয়। কিন্তু তাসত্ত্বে ট্রাফিক আইন ভাঙাটা কিছু গাড়ি চালকের কাছে দস্তুর হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ট্রাফিক আইনভঙ্গকারীর জরিমানা না করে তাঁকে অভিনব কায়দায় শাস্তি দিল পুলিশ।

আইনভঙ্গকারীকে অভিনব শাস্তি

জরিমানা নয়, ট্রাফিক আইন ভাঙার শাস্তি হিসেবে যুবককে ট্রাফিক নিয়ন্ত্রণ করাচ্ছে পুলিশ। এই অভিনব পন্থায় শাস্তি দিতে দেখে অবাক সাধারণ মানুষ। ট্রাফিক আইন ভাঙায় এবার শাস্তি হিসেবে বাইক আরোহীকে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে লাগাল পুলিশ। বীরভূমের সিউড়িতে এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহমদপুরের বাসিন্দা সায়ন সেন বাইক নিয়ে সিউড়ি এসেছিলেন ব্যক্তিগত কাজে। সিউড়ির প্রশাসনিক ভবন মোড়ে ট্রাফিক নিয়ম তিনি রাস্তার ডান দিকে ঢুকে পড়েন। ওই যুবকের মাথায় ছিল না হেলমেটও। আর তখনই তাঁকে আটকান সিউড়ির ট্রাফিক গার্ডের ওসি সুমন প্রামাণিক। তবে জরিমানা না করে অভিনব কায়দায় তাঁকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন ওই ট্রাফিক পুলিশ আধিকারিক।

Civic Volunteer : সিভিক ভলান্টিয়ারের ‘দাদাগিরি’! গাড়ির চালককে মারধরের অভিযোগ, রণক্ষেত্র পানাগড়
জরিমানা না করে শাস্তি স্বরূপ ওই যুবককে সিউড়ির প্রশাসনিক ভবন মোড়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রাফিক নিয়ন্ত্রণ করানো হয়। আর পুলিশের এই অভিনব পন্থাকে কুর্নিশ জানাচ্ছে সাধারণ মানুষ। এমনকী সাজাপ্রাপ্ত যুবকও জানিয়েছেন পুলিশের অভিনব কায়দার শাস্তি তাঁর ভালো লেগেছে।

কী বলছেন যুবক ও স্থানীয়রা?

সায়ন সেন নামে ট্রাফিক আইনভঙ্গকারী ওই যুবক বলেন, ‘আমি খুব বড় ভুল করে ফেলেছি। সকলেরই ট্রাফিক সিগন্যাল মেনে চলা উচিত। আমি নিজেই সিগন্যাল ভেঙেছি, তারপর আমার মাথায় হেলমেটও ছিল না। হেলমেট পরে আসা উচিত ছিল। সিউড়ির এই মোড়ে পুলিশ আমাকে ধরে। শাস্তি না দিয়ে আমাকে ট্রাফিক নিয়ন্তআণের কাজে লাগানো হয়। আর কখন হেলমেট না পরে বাইক চালাবো না। ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করব। সত্যিই বড় ভুল হয়ে গিয়েছে।’

অন্যদিকে স্থানীয় বাসিন্দা অমিত রায় বলেন, ‘ট্রাফিক আইন ভাঙা অনেকের অভ্যেসে পরিণত হয়েছে। এখানে অনেকেই বাইক চালানোর সময় হেলমেট পরার প্রয়োজন বলে মনে করেন না। পুলিশ জরিমানা করলেও কোনও লাভ হয় না। সেখানে অভিনব কায়দায় পুলিশের এই শাস্তি দেওয়ার ঘটনা সত্যিই বিরল।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *