BJP News : ‘রোহিঙ্গা এনে ভোটার বানাচ্ছে…’, বনগাঁর নেত্রীর বক্তব্যে TMC-কে খোঁচা দিলীপের – bjp leader dilip ghosh criticises tmc leader comment on bangladesh voter


বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম ওঠানো নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল নেত্রীর। উত্তর ২৪ পরগনার হাবরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী এবং কুমড়া পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী তথা এলাকার তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের মন্তব্যে বিজেপির তরফে শুরু হয়েছে প্রবল সমালোচনা। ওপার বাংলা থেকে ভোটার এনেই তৃণমূল কংগ্রেসকে জিততে হচ্ছে, বলে দাবি করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

কী বলেছিলেন তৃণমূল নেত্রী?

কুমড়া পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী তথা এলাকার তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস একটি সভা থেকে বাংলাদেশ থেকে আগত ব্যাক্তিদের ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য বলেন। স্থানীয় এক তৃণমূল নেতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে যদি সমস্যায় পড়েন জাকিরদার কাছে গেলে ভাল বলে দেবেন। এই কাজটা অতি দ্রুত করবেন। আমরা চাই না একটা ভোটও বাদ যাক।’ তৃণমূল নেত্রীর এই মন্তব্যের পরেই হাতে চাঁদ পেয়েছে বিরোধী শিবির। বিশেষত, বিজেপির তরফে স্পষ্ট জানানো হয়েছে, বাংলাদেশের লোক এখানে ঢুকিয়ে ভোটে জিততে হচ্ছে তৃণমূল। আগেও এই ধরনের অভিযোগ তুলেছিল বিজেপি। সেই অভিযোগে কার্যত সিলমোহর দিল তৃণমূল নেত্রীর মন্তব্য।

কী জানালেন দিলীপ?

তৃণমূল নেত্রীর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ এদিন বলেন, ‘আমরা বরাবর বলে এসেছি ওপার বাংলা থেকে ভোটার আনা হচ্ছে। উগ্রপন্থী আনা হচ্ছে। একবার প্রচারে এক নায়ক আনা হয়েছিল। বিতর্ক হয়েছিল। ওদের নেতা নেত্রীরা প্রকাশ্যে বলছে, ওপার বাংলা থেকে রোহিঙ্গা এনে ভোটার তৈরি করে জিততে হবে। এটাই ওদের জেতার একমাত্র রাস্তা। না হলে ভোট পাবে না।’

মন্তব্যে শুরু বিতর্ক

যদিও তৃণমূল ওই নেত্রী পরবর্তীতে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জানান, ১৯৫১ সাল থেকে ৭১ সালের মধ্যে যাঁরা এদেশে এসেছেন, সেই পরিবারের যে সমস্ত পরিবারের এখনও ভোটার তালিকায় নাম ওঠেনি, তিনি তাঁদের কথা বোঝাতে চেয়েছেন। তবে, বিজেপির বক্তব্য, এই কারণেই রাজ্যে এনআরসি বিরোধী আন্দোলন শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। আসলে, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের মধ্যে একটা ভালো সংখ্যক ভোটার রয়েছে বাংলাদেশি।

Dilip Ghosh : ‘দুটি কুমির ছানা বারবার দেখান…’, শিল্প সম্মেলন মিটতেই চরম খোঁচা দিলীপের
পাশাপাশি, আগামী ২৯ নভেম্বর নির্ধারিত জায়গাতেই সভা করার অনুমতি পেয়েছে বিজেপি। সভার অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারের ডিভিশন বেঞ্চে যাওয়াও উচিত ছিল না বলে মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিষয়টি নিয়ে দিলীপ বলেন, ‘শুধু কলকাতা নয়, গ্রামে জেলায় একটা সভা করতে গেলে আমাদের হাইকোর্ট যেতে হচ্ছে। এই সরকারের যোগ্যতা নেই। এরা ভয় পায়। বিরোধীদের জায়গা দিতে চায়না। আদালতকে ধন্যবাদ। এটা গণতন্ত্রের জয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *