Dibyendu Adhikari : দুর্ঘটনার কবলে সাংসদ দিব্যেন্দু অধিকারীর গাড়ি, তদন্ত শুরু করেছে পুলিশ – suvendu adhikari brother mp dibyendu adhikari car got accident at kanthi


দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারীর গাড়ি। হলদিয়া থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় কবলে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারী। সামান্য চোট পেলেও তিনি সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।

কী জানা যাচ্ছে?

শিল্পনগরী হলদিয়া থেকে কাঁথি ফেরার পথে দুর্ঘটনায় কবলে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকে সাংসদ দিব্যেন্দু অধিকারী। শনিবার সন্ধ্য ৭ টা ৪৫ মিনিট নাগাদ দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদার কাছে দুর্ঘটনায় কবলে পড়ে। জানা গিয়েছে, এদিন কাঁথি দিক থেকে আসছিল একটি দশচাকা লরি। হলদিয়া থেকে বাড়ি ফিরছিল দিব্যেন্দু অধিকারী। মারিশদা লোকাল বোর্ড কাছে এলে দিব্যেন্দু অধিকারী গাড়ি চালক দ্রত গাড়ি থামান। দিব্যেন্দু অধিকারী গাড়িটি সামান্য নয়নজুলাই অভিমুখে নেমে যায়।

কেমন আছেন দিব্যেন্দু?

দ্রুত গাড়ি থামানোর জন্যই গুরুতর জখম হন দিব্যেন্দু অধিকারী। ঘটনার খবর পেয়ে ছুটে আছে মারিশদা থানার পুলিশ। লরিটি আটক করে থানায় নিয়ে যায়। যদিও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

Suvendu Adhikari : ‘…পুলিশ ধরবে না’, কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ী হত্যার ঘটনায় বিস্ফোরক শুভেন্দু
পুলিশ কী জানাচ্ছে?

পুলিশের দাবি, জাতীয় সড়কে আচমকায় কুকুর চলে আসায় আচমকায় গাড়ি থামান। সেই কারণে দুর্ঘটনা। কাঁথির একটি বেসরকারী নার্সিংহোম চিকিৎসা করান তমলুকের সংসদ দিব্যেন্দু অধিকারী। তমলুকে সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, ‘হলদিয়া থেকে বাড়ি ফেরার পথে মারিশদা লোকালবোর্ড কাছে হঠাৎ করে একটি ১২ চাকার লরি ঢুকে পড়ে। দ্রুত গতিতে ওভারটেক করে আমার গাড়ির সামনে চলে আসে। আমার গাড়ির চালক কোনওরকমে নয়ানজুলির দিকে যায়। গাড়ির মধ্যেই ধাক্কা লাগে। হাতে এবং বুকে আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসার পর মোটামুটি সুস্থ আছি। বিষয়টি মারিশদা থানায় লিখিত অভিযোগ জানাব।’ মারিশদা থানার ওসি সৌমেন গুহ বলেন, ‘দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। লরিটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *