জানা গিয়েছে, বাইক, টোটো, অটো বা অন্য কোনও গাড়ি রাস্তার উপর পার্ক করা যাবে না। পাশাপাশি কোনও নির্মাণ সামগ্রী যাতে রাস্তার উপর না রাখা হয় সেই দিকেও দেওয়া হবে বিশেষ নজর। যদি এই নির্দেশ মানা না হয় সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হবে।
ঠিক কী নির্দেশ?
দিঘায় প্রচুর প্রাইভেট গাড়ি প্রতিনিয়ত যাতায়াত করে। অনেকেই গাড়ি করে ঘুরে আসেন প্রিয় এই ভ্রমণ ডেস্টিনেশনে। পাশাপাশি সেখানে বহু বাস-অটোও চলে। এরফলে ওল্ড এবং নিউ দিঘায় বাসস্টপে যানজটের সমস্যা দেখা যাচ্ছিল। প্রশাসনিক স্তরেও বিষয়টি নজরে আসে।
কয়েক বছর আগে দিঘা বাইপাস তৈরি করা হয়েছে। কোনওভাবেই যাতে সমুদ্র সৈকত লাগোয়া এলাকায় যানজট তৈরি না হয় সেই জন্য তা তৈরি করা হয়। পাশাপাশি হেলিপ্যাড ময়দান লাগোয়া এলাকাতে তৈরি করা হয়েছে পার্কিং জোনও। পাশাপাশি ট্রাফিক পুলিশ প্রতিদিন শক্ত হাতে যানজট নিয়ন্ত্রণ করে থাকে। দিঘায় যাতে কোনওভাবেই যানজট সংক্রান্ত সমস্যা না থাকে সেই জন্য পদক্ষেপ করতে আরও সচেষ্ট প্রশাসন।
দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক আধিকারিকের কথায়, ‘যানজট যাতে কোনওভাবেই না হয় সেই জন্য সুষ্ঠু ব্যবস্থা করতে হবে। আর সেই মোতাবেক করা হচ্ছে পরিকল্পনাও। এই নিয়ে ট্রাফিক পুলিশের সাহায্যও চাওয়া হচ্ছে। ‘
শুধু গাড়ি নয়, রাস্তা জুড়ে হকারির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে গার্ডওয়ালগুলি দেওয়া রয়েছে তার উপরে বা নীচে বলে রাস্তা দখল করে ব্যবসা করা যাবে না। পাশাপাশি রাস্তায় কোনওভাবেই নির্মাণকার্যের জিনিসপত্র ফেলে রাখা যাবে না, সেই নির্দেশও দেওয়া হয়েছে।
দিঘায় যাতে পর্যটকদের কোনও সমস্যা না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কোনও ব্যক্তি যদি প্রশাসনের এই নির্দেশ না মানেন সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে। এখন দেখার কড়া এই পদক্ষেপের ফলে কি যানজট সমস্যা থেকে মুক্তি পাবে দিঘা!

 
                     
                     Digha Zoo: এবার দিঘাতেই চিড়িয়াখানা! পর্যটকদের উপরি খুশি দিয়ে বিরাট উদ্যোগ
Digha Zoo: এবার দিঘাতেই চিড়িয়াখানা! পর্যটকদের উপরি খুশি দিয়ে বিরাট উদ্যোগ