Hawkers In Kolkata: উত্তরাধিকার সূত্রে ফুটপাথে হকারি করা যাবে না: মেয়র – kmc mayor firhad hakim announcement about street hawkers in kolkata


এই সময়: হকার দিবসের দিনেই শহরের ফুটপাথে হকারি নিয়ে বিশেষ ঘোষণা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মেয়র জানান, হকারদের জায়গার কোনও হাত বদল করা যাবে না। উত্তরাধিকারের সূত্র দাবি করে ফুটপাথে হকারির জায়গা দখলও করা যাবে না। কোনও হকারের মৃত্যু হলে তাঁর জায়গায় পরিবারের সদস্যরা হকারি করতে চাইলে টাউন ভেন্ডিং কমিটির অনুমোদন লাগবে।

কলকাতার ফুটপাথে বহু টাকার বিনিময়ে হকারির জায়গা হাত-বদল হয়, এমন অভিযোগ বহুদিনের। কিন্তু আগামী দিনে এমন বেআইনি ঘটনা যে আর বরদাস্ত করা হবে না, তা এদিন মেয়রের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। জায়গা হাত-বদলের নিয়ে ঘোষণার পাশাপাশি মেয়র এটাও জানিয়ে দেন যে কোথাও রাস্তা পুরোপুরি দখল করে হকারি করা যাবে না

তিনি বলেন, ‘কলকাতায় হকারি করতে হবে টাউন ভেন্ডিং কমিটির সব শর্ত মেনেই। পুরসভা এই কমিটি তৈরি করেছে আদালতের নির্দেশে।’ এদিন হকার দিবস উপলক্ষে কলকাতা কর্পোরেশনের সামনেই সভার আয়োজন করেছিল হকার্স সংগ্রাম কমিটি। সেই সভার মঞ্চে দাঁড়িয়েই মেয়র জানান, রাসেল স্ট্রিটকে হকারির জন্য স্টল দিয়ে সুন্দর করে সাজানো হবে।

অনুষ্ঠানে হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষ বলেন,’আমরা মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর কাছে বিধাননগর কমিশনারেট এবং রাজারহাট নিউটাউনে নতুন করে টাউন ভেন্ডিং কমিটি গঠনের জন্য ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *