Jagaddal Murder Case : ‘আমি খুনে অভিযুক্ত নই’, নোট লিখে আত্মঘাতী ভিকি যাদব ঘনিষ্ঠ যুবক! চাঞ্চল্য জগদ্দলে – jagatdal vicky yadav case accused person body recovered by police


ভিকি যাদব-এর ঘনিষ্ঠ বলে দাবি অভিষেক সাউয়ের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। দেহের পাশে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। ‘আমি ভিকি যাদব খুনে অভিযুক্ত নই…’, সুইসাইড নোটে লেখা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ভিকি যাদবের খুনের ঘটনায় তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পুলিশি জেরার চাপে পড়েই কি আত্মঘাতী হল অভিষেক, উঠছে প্রশ্ন।

কী জানা যাচ্ছে?

শনিবার ভিকি যাদবের বাড়িতে ভাড়া থাকা অভিষেক সাউয়ের দেহ উদ্ধার করা হয়েছে। অভিষেক আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে। আর এ নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। জগদ্দল পুরানি তালাব অঞ্চলে উদ্ধার একটি সুইসাইড নোট। ভিকি যাদবকে খুনের ঘটনায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

সুইসাইড নোটে বিস্ফোরক অভিষেক

জগদ্দলের তৃণমূল কর্মী ভিক্কি যাদব খুনের ঘটনায় যুক্ত না থাকা সত্বেও বারংবার পুলিশের জেরায় দিশেহারা হয়ে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল অভিষেক সাউ বলে পরিবারের লোক অভিযোগ তুলেছেন। অভিষেক সাউ মৃত ভিক্কি যাদবের ঘনিষ্ঠ ছিল বলে জানা যায়। পুলিশ অভিষেক সাউ-এর মৃতদেহ উদ্ধারের সময় একটি সুইসাইড নোট উদ্ধার করেছে বলে জানতে পারা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সেই সুইসাইড নোটে অভিষেক সাউ লিখে গিয়েছে, ‘আমি ভিক্কি যাদব খুনে যুক্ত নই! আমাকে মিথ্যা সন্দেহ করা হচ্ছে। আমি ভিক্কি এবং আকাশ যাদবের কাছে চললাম। ভাই মাকে দেখিস।’

TMC Leader Murder: ২৫ বছর পরে বাবার পথেই মৃত্যু ছেলের! ‘এতে কোনও রাজনীতি নেই ‘, জগদ্দলে ভিকি খুনে মন্তব্য অর্জুন সিংয়ের
তবে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে জগদ্দলে। তারে লেখা রয়েছে, খুনের ঘটনায় সে কোনভাবেই যুক্ত নয়। তাঁকে ভুল বোঝা হচ্ছে। যদি কেউ আমার কথা বুঝতে পারছে না বলেই আমি ভিকি ও আকাশ এর কাছে চলে যাচ্ছি। এছাড়া তার ছোট ভাইয়ের উদ্দেশ্যে লেখা আছে মা-কে দেখিস ছোট ভাই। ভিক্কি খুনের ঘটনায় অভিষেক সাউকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছিল জগদ্দল থানার পুলিশ, তারপরেই এই ঘটনা স্বভাবতই ভিকি যাদবের খুনের ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুষ্কৃতীদের গুলিতে নিহত হয় এই ভিকি যাদব। তাঁর সামনে এসে প্রথমে নাম জিজ্ঞাসা করা হয়। ভিকি নাম বলতেই তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। উল্লেখ, ২০২১ সালে জগদ্দলেই খুন হয় আকাশ যাদব নামে এক ব্যক্তি। সেই খুনের ঘটনার মূল সাক্ষী ছিলেন ভিকি যাদব বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের অনুমান, সেই মামলার কারণেই নৃশংসভাবে হত্যা করা হয় থাকতে পারে। এই খুনের সঙ্গে জড়িত সন্দেহে অভিষেক সাউ নামে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *