কী জানা যাচ্ছে?
পরিবেশ রক্ষার বিভিন্ন বার্তা দিতে দার্জিলিং থেকে কলকাতা হয়ে গঙ্গাসাগর যাচ্ছেন ৬৫ বছরের সনজিৎ কুমার দাস। তাঁর একটাই বার্তা, দূষণমুক্ত পরিবেশ সবুজ পৃথিবী চায় সকলেই। সেই কারণে প্লাস্টিক বর্জন করুক মানব সমাজ। সমাজ সচেতনতার এই বার্তা নিয়ে মানুষকে সোজা পথে আনতে উলটো পায়ে হেঁটে চলছেন তিনি।
মুর্শিদাবাদে এলেন সনজিৎ কুমার
গোটা রাজ্য পরিভ্রমণে বেড়িয়ে বর্তমানে মুর্শিদাবাদে উপস্থিত হয়েছেন তিনি। শুক্রবার রাতে পলসন্ডা মোড় ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি হোটেলে রাত্রি বাস করেন তিনি। তারপর শনিবার খুব সকালে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে উল্টো পায়ে হেঁটে যাত্রা শুরু করেন । রাস্তায় লোক জমায়েত হলে বা চায়ের দোকানে লোকজন দেখলে সেখানে দাঁড়াচ্ছেন। সাধারণ মানুষকে সমাজ সচেতনতার বার্তা তুলে ধরছেন তিনি।
সনজিৎ জানিয়েছেন, এর আগেও তিনি গঙ্গা ভাঙন এবং দূষণ রোধের বার্তা নিয়ে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত পায়ে হেঁটে ভ্রমণ করেন। ২০১০ কিমি রাস্তায় প্রায় লক্ষাধিক মানুষের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। তাঁদের কাছে গঙ্গা নদীকে বাঁচানোর ব্যাপারে উৎসাহিত করেন। হুগলি জেলার বাসিন্দা সনজিৎ দাস গতবার সোজা পায়ে হেঁটে এই পরিভ্রমণ করেন। এবার পরিবেশ রক্ষার বার্তা দিতে উলটো পায়ে হেঁটে অভিনব কায়দায় এই রাজ্য ভ্রমণ শুরু করেছেন।
কী বললেন সনজিৎ?
সনজিৎ বলেন, ‘আমি মানুষের কাছে গিয়ে গাছ লাগানোর কথা বলি। আমরা একাধিক অনুষ্ঠানে গাছ লাগাতে পারি। আমরা নিজেদের জন্মদিনে বা কোনও পরিজনের জন্মদিনে বা আমাদের এলাকায় কোনও বিশিষ্ট মানুষের জন্মদিনে গাছ লাগাতে পারি। আমি সাধারণত মানুষকে বছরে চার পাঁচটি করে গাছ লাগাতে বলি।’ আগামী দিনেও তিনি এই পরিবেশ রক্ষার ব্যাপারে সচেতনতা চালিয়ে যাবেন বলেও জানান তিনি। তাঁর এই যাত্রাপথে যত মানুষের সঙ্গে দেখা হবে, সবার কাছেই এই বার্তা পৌঁছে দেবেন বলে জানান তিনি।