কয়েক দশক আগেও রমরমা বাজার ছিল যাত্রার। দুর্গাপুজো হোক বা কালীপুজো, পাড়ায় পাড়ায় হত যাত্রার বিশেষ শো। রাত জেগে যাত্রা পালাই তখন বিনোদন। প্রযুক্তির প্রতিযোগিতায় পিছিয়ে পড়া যাত্রার মরা গাঙে জোয়ার আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন একমাস ব্যাপী যাত্রা উৎসবের। গত কয়েক বছরের ধারা বজায় রেখে শহরে শীত পড়তে না পড়তেই পড়ল যাত্রা উৎসবের ঘণ্টা।
Source link
