শিয়রে লোকসভা ভোট, বাংলায় এসে সিএএ-র পক্ষে সওয়াল কেন্দ্রীয় মন্ত্রীর! Union Minister Ajay Mishras reacts on CAA


মনোজ মণ্ডল: আর কয়েক মাসের পরেই লোকসভা ভোট। বাংলায় এসে এবার CAA-র পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র।   ‘CAA, NRC কোনওদিনই বাস্তবায়িত করতে পারবে না’, বললেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।

আরও পড়ুন:  SBSTC: সরকারি বাসে এবার ‘টিকিট-কেলেঙ্কারি’, সাড়ে ৭ কোটি টাকা তছরুপ!

এদিন রাস পূর্ণিমার উপলক্ষ্যে ঠাকুরনগরে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাড়িতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। হরিচাঁদ-গুরুচাঁদের পুজো দেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘নাগরিকত্ব আইন শীঘ্রই কার্যকর হবে। যেসব সমস্যা রয়েছে, তা দূর করার চেষ্টা চলছে’।

কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘বিল রাষ্ট্রপতি অনুমোদনের পর, চার বছর হতে চলল, বিধি তৈরি করতে পারল না। যে এনআরসি নিয়ে অমিত শাহ অসমে গিয়ে একরকম কথা বলে, বাংলায় এসে এরকম কথা বলে। CAA, NRC নিয়ে বিজেপির কী অবস্থান, সেটা মতুয়া সম্প্রদায়ের মানুষ বুঝে গিয়েছে।সেজন্য নির্বাচনের আগে আবার একটা খুড়োর কল দেখিয়ে। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছে। কোনও লাভ হবে না। ভারতবর্ষের মানুষ বুঝে গিয়েছে, সিএএ, এমআরসি তারা কোনওদিনই বাস্তবায়িত করতে পারবে না’।

রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের অবশ্য় দাবি, ‘মতুয়াদের দাবি, নাগরিকত্বের দাবি. এবং সেটা করতে বিজেপি বদ্ধ পরিকর। কোভিডকালে দেরি হয়ে গিয়েছে। আইনগত কিছু জটিলতা আছে, বড় কাজ। ঠিক সময়ে হয়ে যাবে’।

আরও পড়ুন:  Bhatar: তৃণমূল কর্মী আক্রান্ত হলে এক ঘণ্টায় এলাকা জ্বালিয়ে দেব, বেলাগাম ব্লক সভাপতি

চার বছর পার। ২০১৯ সালের ডিসেম্বর সাংসদের পাশ হয়  সংশোধিত নাগরিকত্ব আইনCAA)। রাষ্ট্রপতি অনুমোদন করার পর সেই বিল এখন আইনে পরিণত হয়েছে। ২০২০ সালে আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু ততদিনে দেশে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে। এরপর সাতবার বিধি তৈরির মেয়াদ বাড়ানো হয়। এখনও বিধি তৈরি করতে পারেনি সংসদীয় কমিটি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *