Amal Mukherjee : সিঁড়ি থেকে পড়ে মাথায় চোট, প্রয়াত রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় – educationist amal mukherjee passed away at kolkata


প্রয়াত সংবিধান বিশেষজ্ঞ শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ তিনি প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে রাজ্যের শিক্ষা মহলে নেমে এল গভীর শোকের ছায়া।

রবিবার সকালে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। পরিবার সূত্রে খবর, এদিন সকালে বাজারেও গিয়েছিলেন অমল মুখোপাধ্যায়। এরপর বাড়ি ফেরার পর সিঁড়ি থেকে পড়ে যান তিনি বলে পরিবার সূত্রে খবর। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথা ফেটে যায় তাঁর। এরপর হঠাৎ তাঁর কান দিয়ে রক্তপাত শুরু হয়। তড়িঘড়ি তাঁকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। বিকাল ৪টে ৩৫ মিনিট নাগাদ হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গিয়েছে, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর রক্তপাত হতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। এরপর বিকেল নাগাদ দুঃসংবাদ আসে। অমল মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ পদের দায়িত্ব সামলেছেন। এছাড়াও দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রিয় বন্ধু ছিলেন অমল মুখোপাধ্যায়।

Justice Dipankar Datta: ‘সৎ-অসৎ বলে বিচারপতিদের লেবেল লাগানো দুর্ভাগ্যজনক’, মন্তব্য বিচারপতি দীপঙ্কর দত্তর
রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন চর্চার একজন বিশেষ ব্যক্তিত্ব ছিলেন তিনি। জানা গিয়েছে, ১৯৯১ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ পদে ছিলেন অমল মুখোপাধ্যায়। পাশাপাশি, প্রেসিডেন্সি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

ভারতীয় সংবিধান এবং আইন সংক্রান্ত বিষয়ে তাঁর বক্তৃতা এবং সুচিন্তিত মতামত প্রদান সমাদৃত হয়েছে সব সময়। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তাঁর মতো শিক্ষক সকল ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত প্রিয় এবং সম্মানীয় ছিলেন। রাজ্য এবং দেশের বিভিন্ন সামাজিক এবং রাষ্ট্রীয় নীতি নিয়ে তাঁর মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। পাশাপাশি, রাজ্যের শিক্ষা ব্যবস্থার একাধিক বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সুচিন্তিত মতামত প্রদান করতে বিশিষ্ট শিক্ষাবিদ। তাঁর প্রয়াণে মর্মাহত হয়েছেন তাঁর অগণিত ছাত্র-ছাত্রীরা। শোকের ছায়া নেমে এসেছে শিক্ষা মহলেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *