Bidhannagar Police Commissionerate : হেল্প-দের তথ্য দিয়ে হেল্প করুন, আবেদন পুলিশের – bidhannagar commissionerate has sent instructions to all the police stations about how many people are submitting information of residents


এই সময়: বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার সময় ভাড়াটে থেকে শুরু করে গাড়ি চালক, পরিচারিকা নিয়োগের ক্ষেত্রে তাদের তথ্য থানায় জমা করছেন কতজন- সেই তালিকা জমা করতে হবে প্রতি মাসে। সম্প্রতি সমস্ত থানাগুলিকে এমনই নির্দেশ পাঠিয়েছে বিধাননগর কমিশনারেট। সেই তথ্যের ভিত্তিতে প্রয়োজনে পুলিশকর্তারা ওই এলাকায় প্রচারমূলক কর্মসূচিতে যাবেন। বাড়িতে অজানা কোনও লোককে নিয়োগ করলে তার তথ্য থানায় জমা করা নিয়ম। কিন্তু অধিকাংশ বাসিন্দা তা করতে চান না, দীর্ঘদিন এই অভিযোগ করছেন থানার অফিসাররা। এবার কমিশনারেটের মত, শুধু বাসিন্দাদের উপর দায় না-চাপিয়ে থানাগুলিকেও উদ্যোগী হতে হবে।

বিধাননগরের একাধিক থানা এলাকায় অপরাধমূলক ঘটনার তদন্তে অধিকাংশ ক্ষেত্রেই পরিচারক, গাড়ির চালকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ক’দিন আগেই এডি ব্লকের একটি বাড়িতে চুরির ঘটনায় পরিচারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কোনও তথ্য বাড়ির মালিক থানায় জমা না করায় অভিযুক্তের খোঁজ পেতে কাঠখড় পোড়াতে হয়েছে পুলিশকে। পরিসংখ্যান বলছে, কমিশনারেটের আওতাধীন এলাকাগুলির মধ্যে তথ্য দেওয়ার ক্ষেত্রে অনীহা সবচেয়ে বেশি সল্টলেকের বাসিন্দাদের। এই এলাকার ৬৫ শতাংশ মানুষ নির্দিষ্ট সময়ে তথ্য দেন না। ফলে, এই এলাকায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে থানাগুলিকে জনপ্রতিনিধিদের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে।

থানার পক্ষ থেকে যে পাড়া মিটিং করা হয়, সেখানেও এ নিয়ে প্রচার চালানোর কথা বলা হয়েছে। কোনও বাড়ির মালিক অসহযোগিতা করলে সেটাও জানাতে বলা হয়েছে। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান বিশ্বজিৎ ঘোষের বক্তব্য, ‘বাসিন্দারা তথ্য না দিলে কোনও ব্যবস্থা নেওয়া হবে না ঠিকই। তবে, প্রচারমূলক কর্মসূচি বাড়লে বাসিন্দাদের মধ্যে তথ্য দেওয়ার প্রবণতা বাড়বে।’

তথ্য দেবেন কীভাবে

কমিশনারেটের ওয়েবসাইটে মিলবে ফর্ম

ওয়েবসাইট http://bidhannagarcitypolice.gov.in/

ফর্ম পাওয়া যাবে স্থানীয় থানাতেও

ফর্ম ফিলআপ করে তা জমা দিতে হবে থানায়

জমা করা যাবে কমিশনারেটের ওয়েবসাইটেও



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *