Dilip Ghosh: ‘বাংলাদেশের ওপর ভর করে তৃণমূল বেঁচে আছে’, বনগাঁ তৃণমূল নেত্রীর বক্তব্য নিয়ে কটাক্ষ দিলীপের – dilip ghosh takes a dig on trinamool congress on bangladeshi voter comment


বনগাঁ তৃণমূল নেত্রীর বক্তব্যে ব্যাপক শোরগোল। এরাজ্যে বাংলাদেশিদের ভোটার কার্ড করানোর আবেদন তৃণমূল নেত্রীর। সেই নিয়ে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ।

শনিবার দুর্গাপুরে এসে বিজেপি সাংসদ বলেন, ‘বাংলাদেশির ভোট না পেলে তৃণমূল জিতবে না। বাংলাদেশের ওপর ভর করে তৃণমূল বেঁচে আছে।’ বনগাঁর তৃণমূলের জনসভায় তৃণমূলের এক নেত্রীর মন্তব্য ঘিরেই দিলীপ ঘোষ এদিন এই মন্তব্য করেন। বাংলাদেশিদের ভোটার কার্ড না হওয়ার প্রসঙ্গে তৃণমূল নেত্রী মন্তব্য করেছিলেন প্রকাশ্য জনসভায়।

শনিবার দুর্গাপুরের মায়াবাজার এলাকায় বিজেপি’র একটি কার্যালয়ে বিজয়ী সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে এদিন বিকেলে যোগদান করেন ভারতীয় জনতা পার্টির অন্যতম জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । একটি জনসভাও করা হয়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’বাংলাদেশিদের ভোট না পেলে তৃণমূল জিতবে না। খালি ভোটার নয়, নায়ক – নায়িকা নিয়ে আসা হয় ওখান থেকে ভোটের প্রচার করতে। ওখান থেকে টাকা আসছে, সোনা আসছে। অনেক কিছু চলছে। তার মধ্যেও ভাগ আছে। সেই জন্য বাংলাদেশের ওপর ভর করে তৃণমূল জিতে আছে। আমরা বারবার বলছি। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। এটা তারই প্রমাণ তৃণমূলেরই নেতা নেত্রীরা বলে দিচ্ছে। আমরা বরাবর বলে এসেছি ওপার বাংলা থেকে ভোটার আনা হচ্ছে। উগ্রপন্থী আনা হচ্ছে। একবার প্রচারে এক নায়ক আনা হয়েছিল। বিতর্ক হয়েছিল। ওদের নেতা নেত্রীরা প্রকাশ্যে বলছে, ওপার বাংলা থেকে রোহিঙ্গা এনে ভোটার তৈরি করে জিততে হবে। এটাই ওদের জেতার একমাত্র রাস্তা। না হলে ভোট পাবে না।’

Voter List: বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তুলতে সাহায্যের প্রতিশ্রুতি! তৃণমূল নেত্রীর বক্তব্য ভাইরাল, দেখুন ভিডিয়ো

‘বাংলাদেশিদের ভোটার কার্ড’! প্রকাশ্য়ে ভিডিয়ো

অন্যদিকে, ২৯ নভেম্বর দিলীপ ঘোষ বিজেপির সভা আটকাতে চাওয়ার অভিযোগ তুলে সরব হন বিজেপি সাংসদ। বলেন, ‘আটকাবার চেষ্টা কেনও করছিলেন? চিৎ হয়ে এবার উল্টো কথা বলছেন। বলার চেষ্টা করছেন, এই সভায় কিছু যায় আসে না। হতাশার শেষ সীমায় চলে গিয়েছেন। হাতে পুলিশ ছাড়া কেউ নেই। বিরোধীদের ভোট একমাত্র পুলিশ দিয়ে নিয়ে আসা যায়। চরম স্বৈরাচারী সরকার চলছে। শুধু কলকাতা নয়, গ্রামে জেলায় একটা সভা করতে গেলে আমাদের হাইকোর্ট যেতে হচ্ছে। এই সরকারের যোগ্যতা নেই। এরা ভয় পায়। বিরোধীদের জায়গা দিতে চায় না। আদালতকে ধন্যবাদ। এটা গণতন্ত্রের জয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *