Government Officer : সরকারি স্টিকার লাগানো গাড়ি নিয়ে রং মিস্ত্রির তোলাবাজি! হুলুস্থুল হুগলিতে – government officer with fake identity caught by hooghly police


গাড়ির মাথায় লাগানো নীল বাতি। সামনে ‘পশ্চিমবঙ্গ সরকার’ লেখা বোর্ড লাগানো। রাস্তায় দাঁড়িয়ে তোলাবাজি করছিল গাড়িটি। তবে পেট্রলিং এর কাজে কর্মরত ট্রাফিক পুলিশ আধিকারিকদের চোখ এড়ায়নি গাড়িটি। সাদা রংয়ের স্করপিও গাড়িটিকে দাঁড় করায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে আসল তথ্য। ভুয়ো সরকারি অফিসার সেজে প্রতারণার অভিযোগে আটক হয় গাড়ির তিন যাত্রী। ঘটনা হুগলি জেলায়।

কী জানা যাচ্ছে?

নীলবাতি গাড়ি নিয়ে সরকারি অফিসার সেজে তোলাবাজির অভিযোগ। পোলবায় গ্রেফতার করা হল তিনজনকে। শ্রীরামপুরে ভুয়ো আয়কর অফিসার, রিষড়ায় ভুয়ো সিআইডির পর এবার ভুয়ো সরকারি অফিসার ধরা পড়ল পোলবায়। নীলবাতি আর সরকারি বোর্ড লাগানো গাড়িতে তোলাবাজি করতে গিয়ে ধরা পড়ল তিনজন। পোলবা থানার পুলিশ গতকাল রাতে তাদের গ্রেফতার করে। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে পাঠানো হয়।

পুলিশ কী জানাচ্ছে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত তিনটে নাগাদ হুগলির পোলবা পুলিশের একটি গাড়ি পেট্রলিং করছিল দিল্লী রোডে। রাজহাট মোরের কাছে একটি পানশালার সামনে WB 15C 1585 নম্বরের সাদা রঙের স্করপিও গাড়িটি যাচ্ছিল। গাড়ির মাথায় নীল বাতি চালকের সামনে ‘গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল’-এর বোর্ড লাগানো। কালনা থেকে হারিট যাওয়ার সময় একটি ইঁট বোঝাই ট্রাকটর আটকে তিনজন দু’লাখ টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দিলে জরিমানা হবে, কেস দিয়ে ঢুকিয়ে দেবে বলে শাসানি দেয়।

পুলিশের হাতে আটক তিন

পুলিশ পৌঁছতেই প্ল্যান ভেস্তে যায় তাদের। গাড়ির চালক সহ তিনজনকেই আটক করে পুলিশ। ট্রাকটর চালকের থেকে অভিযোগ পেয়ে পরে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে একটি লোহার রড উদ্ধার হয় গাড়িটি আটক করে পুলিশ। অভিযুক্তরা চুঁচুড়া রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্তদের নাম কার্তিক অধিকারী, প্রিতম গায়েন ও কুন্তল সাহা। একজন রঙ মিস্ত্রী, একজন ওষুধ সাপ্লাই করে। আরেক জন গাড়ি চালায়।

Deep Fake Video : ডিপ ফেক ভিডিয়োর ভয় দেখিয়ে ডিজিটাল তোলাবাজি! মহা ফাঁপরে হুগলির তরুণী
ধৃতদের বিরুদ্ধে প্রাণে মারার ভয় দেখিয়ে তোলাবাজি এবং সরকারি দফতরের বোর্ড লাগিয়ে ছিনতাই এর চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। স্করপিও গাড়িটি কার? কোন সরকারি দফতরে খাটে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিষ সেন জানিয়েছেন, রাতে পোলবা থানার পুলিশের একটি গাড়ি ওই এলাকায় টহল দিচ্ছিল। তখন তাঁরা দেখতে পায় একটি সরকারি বোর্ড লাগানো নীল বাতির গাড়ি একটি গাড়িকে আটকে ভয় দেখাচ্ছে। পুলিশ তাদের জিজ্ঞাসা করতেই সত্যিটা বেরিয়ে আসে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গাড়িটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *