Jadavpur University : ছাত্র মৃত্যুর ৩ মাস পার, যাদবপুরের ছয় পড়ুয়ার বিরুদ্ধে শাস্তি ঘোষণা – the authorities have taken disciplinary action against 6 students in the death of a first year student in jadavpur university


এই সময়: ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছে সাড়ে তিন মাস আগে। আর শাস্তির বিষয়ে যাদবপুরের ইসি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল মাসদুয়েক আগে। অবশেষে সেই সিদ্ধান্ত মেনে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া ছয় পড়ুয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্তেরাও বর্তমানে পড়ুয়া এবং তাঁরা এখন জেলে রয়েছেন।

সম্প্রতি প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, জেল হেফাজতে থাকা ছয় পড়ুয়া যতদিন না নির্দোষ প্রমাণিত হচ্ছেন, ততদিন পর্যন্ত তাঁদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হস্টেলে ঢুকতে দেওয়া হবে না। জেল হেফাজতে থাকা ছয় বর্তমান পড়ুয়ার পরিচয়-সহ বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের তরফে প্রথমে প্রকাশ করা হয়েছে গত বুধবার। কিন্তু, তাতে ধৃত পড়ুয়াদের নামের তালিকায় কিছু ভুলভ্রান্তি থাকায় সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় শুক্রবার।

গত ১১সেপ্টেম্বর হয়েছিল ৩৫তম কর্মসমিতির বৈঠক। সেই বৈঠকের দ্বিতীয় অংশ হয়েছিল ২৬ সেপ্টেম্বর। সেদিনের বৈঠকে মেন হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে চিহ্নিত দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

৯ অগস্টের ঘটনায় শুধুমাত্র ‘টোকেন’ শাস্তি হিসেবে পুলিশ কাস্টডিতে থাকা পড়ুয়াদের নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকে কেটে গিয়েছে প্রায় ২ মাস। অবশেষে কার্যকর করা হলো সেই সিদ্ধান্ত। যদিও এরই মধ্যে ভারপ্রাপ্ত ভিসি বুদ্ধদেব সাউ সংবাদমাধ্যমে দাবি করেছেন, এই বিজ্ঞপ্তির বিষয়ে তাঁর কিছুই জানা নেই। যা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বুদ্ধদেবের ভূমিকাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *