Suvendu Adhikari : ‘ঝান্ডার সঙ্গে ডান্ডা থাকবে…’, খেজুরি বনধ নিয়ে পুলিশের বিরুদ্ধে রণং দেহি শুভেন্দু – suvendu adhikari warns purba medinipur police over bandh called at khejuri


খেজুরি বনধ নিয়ে রণং দেহি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি মণ্ডল সভাপতিকে গ্রেফতারের ঘটনায় সোমবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। বনধে ‘ঝান্ডার সঙ্গে ডান্ডা’ নিয়ে বিজেপি কর্মীরা উপস্থিত থাকবে বলে জানান তিনি। আদালতের নির্দেশ অমান্য করে বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি তাঁর।

কী জানা যাচ্ছে?

খেজুরির বিজেপির মণ্ডল সভাপতিকে আদালতের নির্দেশ অমান্য করে গ্রেফতার করার প্রতিবাদে শনিবার রাতে মারিশদা থানায় ঢুকে পুলিশকে ‘হুমকি’ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের অত্যাচারের প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১২ ঘন্টার খেজুরি বনধ ডেকেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

কী বললেন শুভেন্দু?

বনধ সফল করতে রবিবার মেচেদায় বিজেপি জনসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘খেজুরি সহ পার্শ্ববর্তী এলাকা ভাঙ্গাবেড়া, তেখালি সহ বিভিন্ন এলাকা সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভারতী জনতা পার্টির কর্মীরা ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে কালকে মাঠে থাকবে। ভাইপোর পোষ্য পুলিশ সুপার তাঁকে ছোট সিগনাল একটা দেব।’ আগামী ২৯ নভেম্বর কলকাতায় বিজেপির প্রতিবাদ সভা রয়েছে তার প্রস্তুতি সভা হিসাবে রবিবার মেচেদা ইস্কন মন্দির সংলগ্ন মাঠে বিজেপি জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় পূর্ব মেদিনীপুর জেলার দুই সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকেরা উপস্থিত হয়েছিলেন।

তিনি এদিন বলেন, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা। তাই এই জেলা থেকে বেশি সংখক মানুষের উপস্থিতি আহ্বান করছি। এদিন ফিরহাদ হাকিমের পুলিশকে নিয়ে মন্তব্যের পরিপেক্ষিতে তিনি বলেন, ‘এতদিন আমরা পুলিশের বিষয়ে অভিযোগ করে আসছিলাম। এখন তার দলের মন্ত্রীরাও অভিযোগ করছে। এর দ্বারা বোঝা যায় আমাদের অভিযোগ ভুল নয়।’

Suvendu Adhikari: বিজেপি কর্মীর গ্রেফতারিতে উত্তেজনা তুঙ্গে, মারিশদা থানায় ঢুকে পুলিশের বিরুদ্ধে অপহরণের অভিযোগ শুভেন্দুর
পাশাপাশি, রাজ্যের মিড ডে মিল নিয়ে সিবিআই তদন্তের বিষয়ে তিনি বলেন, ‘আমি বার বার বলেছিলাম, মিড ডে মিলের পয়সা নিয়ে হেলিকপ্টার চড়ছে, চেক দিচ্ছেন, দুয়ারে সরকারের লিফলেট, কম্বল সহ বিভিন্ন জিনিস বিতরণ করেছেন। আমি এক বছর ধরে তথ্য প্রমাণ সংগ্রহ করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকে দিয়েছিলাম। সিবিআই অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। এবার দেখ ঠেলা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *