পিয়া চক্রবর্তীর সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে। সকাল থেকেই এই খবর নিয়ে সরগরম বাংলার বিনোদন দুনিয়া। যেহেতু পিয়া সরাসরি বাংলা চলচ্চিত্র দুনিয়ার সঙ্গে অ্যাক্টিভলি যুক্ত নন, তাই বেশিরভাগ ক্ষেত্রেই তাঁর পরিচয় দেওয়া হচ্ছে গায়ক সংগীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়ের হবু স্ত্রী হিসেবে। কিন্তু এই সবের বাইরে পিয়ার তো নিজের একটা স্বতন্ত্র পরিচয় রয়েছে। তিনি নিজ ক্ষেত্রে কৃতী, ভীষণই সফল একজন নারী। তাহলে কেন তাঁর জীবনের দুই প্রাক্তন ও বর্তমান পুরুষের পরিচয় বার বার টেনে আনা হবে? পিয়াকে চিনুন তাঁর মতো করেই, চিনুন তাঁর কাজ তাঁর মতবাদের জন্যে। ফুল, রুপোর গয়না, বেকিং, গান, বিরিয়ানি আর কবিতার দুরন্ত কম্বিনেশন পিয়া। তাই প্রাক্তন আর বর্তমানের নামে নয়, পিয়াকে চিনুন তাঁর নিজের জন্যেই।