হাসপাতালে ভর্তি রোগীরকে সিটি স্ক্যান করাতে নিয়ে যেতে হয় ১ কিমি দূরের ডায়াগনস্টিক সেন্টারে। কালনা মহকুমা হাসপাতালে মেলে না সিটি স্ক্যানের পরিষেবা। এবারে মিটতে চলেছে এই সমস্যা। এবারে পিপিপি মডেলে গড়ে উঠতে চলেছে সিটি স্ক্যান পরিষেবা কালনা মহকুমা হাসপাতালে। জানা গেছে টেন্ডারের পর এই মাসেই মউ চুক্তিও সম্পন্ন হয়েছে।
Source link
