অনুসূয়া বন্দ্যোপাধ্যায়: বিয়ে করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়(Parambrata Chatterjee) ও সমাজকর্মী-গায়িকা পিয়া চক্রবর্তী(Piya Chakrabborty)। সোমবার ভোর থেকেই শুরু হয়েছিল কানাঘুষো যে সোমবারই বিয়ে করছেন তাঁরা। তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সকলেই। এবার সামনে এল সত্যিটা। সোমবার দুপুরে আইনি বিয়ে সারলেন পরমব্রত ও পিয়া। পরিবারের উপস্থিতিতেই যোধপুর পার্কে পরমব্রত চট্টোপাধ্যায়ের বাড়িতেই বিয়ে করেন ‘পরমপিয়া’। পরিবার ছাড়াও বিয়েতে হাজির ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়ের বন্ধু পরিচালক-প্রযোজক অরিত্র সেন। সূত্রের খবর, সব মিলিয়ে ২৫ থেকে ৩০জনের উপস্থিতিতেই সম্পন্ন হল বিয়ে। বিয়ের মেনুতে ছিল বাঙালি পদ- ভাত, ডাল, মাছের কালিয়া, মাংস, চাটনি ও মিষ্টি।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল প্রেম করছেন যুগলে। লন্ডনে পরমের শ্যুটিংয়েও নাকি গিয়েছিলেন পিয়া। পিয়ার বাড়ির লোকের সঙ্গেও বেশ ভালই সম্পর্ক পরমব্রতর। পরমব্রতর নিয়মিত যাতায়াত রয়েছে পিয়ার বাড়িতে। ২৭ তারিখ খুব এলাহি না হলেও ঘরোয়া আয়োজনে ঘনিষ্ঠদের উপস্থিতিতে চারহাত এক হল তাঁদের।
সবিস্তারে আসছে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)