Bjp Bandh,BJP-র মন্ডল সম্পাদক গ্রেফতার, প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বনধ – bjp called bandh at khejuri for bjp mandal secretary arrested


এই সময়, কাঁথি: বিজেপির মণ্ডল সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে আজ সোমবার ১২ ঘণ্টার খেজুরি বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। ৩০ নভেম্বর খেজুরি থানা ঘেরাও করার ডাক দিয়েছে তারা। দলের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে শনিবার রাতে খেজুরি থানায় যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে পুলিশের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু।

সম্প্রতি খেজুরির বাঁশগোড়াতে ‘হার্মাদ মুক্ত দিবস’ পালনকে ঘিরে গোলমালের ঘটনা ঘটে। তৃণমূলের মঞ্চ ভাঙচুর ও দেবাশিস পন্ডা নামে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে মামলা দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ রবীন মান্নাকে গ্রেফতার করে। মণ্ডল সম্পাদককে গ্রেফতারেররের পরে মারিশদা থানায় নিয়ে আসার খবর পেয়ে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ কাঁথি ফেরার পথে মারিশদা থানায় হাজির হন শুভেন্দু

কেন রবীন মান্নাকে গ্রেফতার করা হয়েছে, কর্তব্যরত পুলিশকর্মীদের কাছে জানতে চান তিনি। গ্রেফতারের সময়ে অ্যারেস্ট মেমোতে সই করিয়েছে কিনা তাও জিজ্ঞাসা করেন তিনি। তাঁর অভিযোগ, ‘কাউকে গ্রেফতার করলে তাঁর পারিবার বা ঘনিষ্ঠ কাউকে দিয়ে অ্যারেস্ট মেমোতে সই করাতে হয়। কিন্তু পুলিশ অ্যারেস্ট মেমোতে সই করানো আছে তা দেখাতে পারেনি।’

তিনি বলেন, ‘অ্যারেস্ট নয় অপহরণ করেছে পুলিশ। আমি ওঁর স্ত্রীকে দিয়ে পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলা করব আদালতে।’ তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষকান্তি পন্ডা বলেন, ‘প্রচারের আলোয় থাকার জন্য পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *