Child Marriage : নাবালিকাদের বিয়ে আটকে নজির স্কুলের – west medinipur golar sushila vidyapith is being awarded again for stopping the marriage of minors


এই সময়, মেদিনীপুর: নাবালিকাদের বিয়ে আটকে ফের পুরস্কৃত হচ্ছে পশ্চিম মেদিনীপুরের গোলাড় সুশীলা বিদ্যাপীঠ। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এই স্কুলের কন্যাশ্রী ক্লাব প্রায় ৪০ জন নাবালিকার বিয়ে আটকে নজির গড়েছে। নাবালিকার বিয়ে আটকানোর পাশাপাশি বাল্যবিবাহ নিয়ে এলাকায় সচেতনতা প্রচারেও অগ্রণী ভূমিকা নিয়েছে স্কুলটি।

এ বছর রাজ্য শিশু সুরক্ষা কমিশন এই স্কুলটিকে পুরস্কৃত করার জন্যে বেছে নিয়েছে। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন)কেম্পা হুন্নাইয়া বলেন, ‘চল্লিশ জন নাবালিকার বিয়ে রুখে রাজ্যে নজির গড়েছে এই স্কুলের কন্যাশ্রীরা। বাল্যবিবাহ নিয়ে খুবই ভালো কাজ করছে ওই কন্যাশ্রী ক্লাব। রাজ্য স্তরে এমন সম্মানে আমরা গর্বিত।’

স্কুলের প্রধান শিক্ষক সুরেশকুমার পড়িয়া বলেন, ‘আমাদের কাছে এটি খুবই আনন্দের। গত বছর দিল্লিতে পুরস্কার পেয়েছি আমরা। তার আগে জেলা ও রাজ্যে পুরস্কার পেয়েছে আমাদের বিদ্যালয় ও কন্যাশ্রী ক্লাব। এ বার রাজ্য শিশু সুরক্ষা কমিশন ফের আমাদের নির্বাচিত করেছেন। আমরা ভীষণ খুশি।’

বাল্যবিবাহ রোধে বিশেষ ভূমিকা নেওয়ার জন্যে ২০২২ সালে দিল্লিতে পুরস্কৃত হয় এই স্কুল। মানব পাচার রোধে দিল্লিতে জাতীয় স্তরের আলোচনা মঞ্চে পুরস্কৃত করা হয় কেশপুরের এই স্কুলকে। স্কুলের কন্যাশ্রী ক্লাবে ৮০ জন সদস্য। তাদেরই একজন অর্পিতা রায় বলেন, ‘এমন সম্মানে আমরা খুব আনন্দিত। রাজ্যস্তরে দ্বিতীয় বার আমাদেরকে সম্মানিত করা হবে শুনে আপ্লুত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *