কী জানা যাচ্ছে?
সেনা কর্মীর পরিচয় দিয়ে সল্টলেক ডিএল ব্লকের বৃদ্ধকে প্রতারণা করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে মধ্যপ্রদেশের বাসিন্দা অভিষেক মাকওয়ানাকে। তদন্তের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ওই প্রতারককে গ্রেফতার করে। সোমবার অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। এই সাইবার প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত কিনা তদন্ত করে দেখছে পুলিশ।
কী ভাবে হল প্রতারণা?
পুলিশ সূত্রের খবর, চলতি বছর জানুয়ারি মাসে নিজের বাড়ি ভাড়া দেওয়ার জন্যে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেন সল্টলেক ডি এল ব্লকের বাসিন্দা সুশীল কুমার। বিজ্ঞাপন দেখে তাঁর কাছে একটি ফোন আসে। তাঁকে সেই ফোনে এক ব্যক্তি নিজেকে সেনা কর্মী পরিচয় দেয়। সে বাড়ি ভাড়া নিতে ইচ্ছুক বলেও জানান। তিনি জানান, তার ট্রান্সফারের কারণে সে সল্টলেকে বাড়ি ভাড়া খুঁজছে। এরপরেই তাঁদের কথোপকথন হতে থাকাকালীন সমস্ত নথিপত্র পাঠাতে বলে। ভাড়ার টাকা অনলাইন ট্রান্সফারের জন্য তার কিউআর কোড পাঠাতে বলে। সেখানেই ঘটে বিপত্তি।
মুহূর্তের মধ্যেই দেড় লাখ টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়। তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে প্রথমে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন। এরপরে ১ ফেব্রুয়ারি ২০২৩-এ বিধাননগর সাইবার ক্রাইম থানায় প্রতারণার অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত শুরু করে। তথ্য খতিয়ে দেখে উজ্জয়ন মধ্যপ্রদেশে হানা দেয় সাইবার ক্রাইম থানার তদন্তকারী অফিসাররা।
সেখান থেকে গ্রেফতার করা হয় অভিষেক মাকওয়ানাকে। চার দিনের ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হয় কলকাতায়। আজ অভিযুক্তকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে পুলিশ খতিয়ে দেখবে এই ঘটনার চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে। এর পাশাপাশি অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়ার আবেদন জানাবে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

 
                     
                     Cyber Crime In Kolkata : প্রবীণরা নন, সাইবার প্রতারকদের মূল টার্গেট মাঝবয়সীরাই
Cyber Crime In Kolkata : প্রবীণরা নন, সাইবার প্রতারকদের মূল টার্গেট মাঝবয়সীরাই