জানা গিয়েছে, এবার থেকে পাঁচ বছরের উর্ধ্বে পর্যটকদের থেকে মাথাপিছু ২০ টাকা করে এই কর নেওয়া হবে। দার্জিলিং পুরসভার তরফে জানানো হয়েছে, শৈলশহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, জঞ্জাল সাফাইয়ের জন্য এই টাকা নেওয়া হচ্ছে। দার্জিলিঙে প্রচুর পর্যটক আসছেন। যে কারণে সেখানে নোংরাও খুব হচ্ছে। এই আবর্জনা পরিষ্কার করতে গিয়ে পুরসভার প্রচুর টাকা খরচ হচ্ছে। সেই খরচের বোঝা কমাতেই এই টাকা নেওয়া হবে। হোটেলগুলিতে এই নয়া করেরও কুপন পাঠানো হচ্ছে। সেখানেই পর্যটকদের থেকে এই কর নেওয়া হবে।
পুরসভার তরফে টেন্ডার করে একটি সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই টাকা সংগ্রহের জন্য কর্মী রাখবে। এর জন্য নয়া কর্মীদের তাদের আইডি কার্ড থাকবে। সেই সংস্থা টেন্ডারের মাধ্যমে পুরসভায় টাকা জমা করেছে। খুব শীঘ্রই এই কর নেওয়া শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র ঠাকুরি। তবে এই কর নতুন নয়। এর আগেও এই কর নেওয়া হতো। কিন্তু মাঝে কিছু বছর বন্ধ ছিল। ফের তা শুরু করা হল বলে পুরসভার তরফে জানানো হয়েছে ।
তবে পুরসভা আগাম কোনও আলোচনা না করেই এই সিদ্ধান্তের কথা জানানোয় কিছুটা অখুশি হোটেল মালিকেরা। হিমালয়ান হসপিট্যালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল যদিও জানান, ‘এই কর নতুন নয়। এর আগেও এই কর নেওয়া হতো। ফের তা শুরু করা হয়েছে। তবে এখনও হাতে কোনও নির্দেশিকা আসেনি।’ অতএব দার্জিলিং গেলে এবার সামান্য হলেও বাড়বে খরচ। হোটেল ভাড়া সঙ্গেই নেওয়া হবে এই বাড়তি করের টাকা।
প্রতি বছর শীত হোক বা গ্রীষ্ম, পাহাড় বলতেই বাঙালি বোঝে দার্জিলিং। শৈলশহরের নৈসর্গিক শোভার টানে বারবার দার্জিলিং ছুটে আসে বঙ্গবাসী। শুধু এরাজ্যের বাসিন্দাই নয়, কম খরচে এমন সুন্দর হলিডে ডেস্টিনেশনের তুলনা ভূ ভারতে কমই আছে। বলিউড সুপারস্টার শাহরুখ খানও বিয়ের পর স্ত্রী গৌরীকে নিয়ে হনিমুনে দার্জিলিঙেই এসেছিলেন। বলিউড সুপারস্টার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তখন কেরিয়ারের শুরুর দিনে তেমন টাকা ছিল না হাতে। শ্যুটিংয়ে দার্জিলিং এসে শৈলশহরের প্রেমে পড়ে যান তিনি। তাই গৌরীকে প্রথম বিয়ের পর দার্জিলিঙেই ঘোরাতে এনেছিলেন।