Darjeeling Toy Train : রাতেও চলবে টয়ট্রেন! শীতের শুরুতে আহ্লাদে আটখানা দার্জিলিঙের পর্যটকরা – darjeeling tourism darjeeling himalayan railway says toy train service at night will be available


আবহাওয়া দফতর এখনও শীতের আগমন নিয়ে সুস্পষ্ট করে কোনও কিছু বলতে পারেনি। তবে বঙ্গের তাপমাত্রা ক্রমেই নিম্নমুখী। একইসঙ্গে নামছে পাহাড়ের তাপমাত্রা। শীত বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকবারই দার্জিলিঙে ভিড় উপচে পড়ে পর্যটকদের। হোটেল ব্যবসায়ীদের আশা, এবারও পারদ পতনের সঙ্গে সঙ্গে পাহাড়ে ভিড় বাড়বে পর্যটকদের। আর তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে দার্জিলিঙের পর্যটকদের সুখবর। এবার দার্জিলিঙে রাতেও চলবে টয়ট্রেন।

দার্জিলিঙে রাতে চলবে টয়ট্রেন

পাহাড়ের রাস্তায় চাঁদের মায়াবি আলোতে টয়ট্রেন যাত্রা, এ যেন এক অপার্থিব অনুভূতি। দার্জিলিঙের পর্যটকদের এই স্বপ্নই এবার পূরণ হতে চলেছে বলে জানা গিয়েছে। ডিসেম্বর থেকে দার্জিলিঙে চালু হচ্ছে রাত্রীকালীন টয়ট্রেন। ইতিমধ্যেই অনলাইন বুকিংও শুর হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, দার্জিলিঙে ঘুম ফেস্টিভ্যাল শুরু হয়েছে। ১০ ডিসেম্বর অবধি চলবে এই উৎসব। এই উৎসবের সময় পাহাড়ে প্রচুর মানুষের ভিড় হয়। এই উৎসবের সময় রাতে চলবে টয়ট্রেন। পর্যটকরা অনলাইনে বুক করতে পারবেন। দার্জিলিং থেকে ঘুম এবং ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত চলবে টয়ট্রেন। অনলাইনে পর্যটকরা ট্রেন বুক করতে পারবেন।

Darjeeling Hotels: বিশ্বকাপে ভারতের হারে উচ্ছ্বাস! দার্জিলিঙের হোটেলে বাংলাদেশি পর্যটকদের বুকিং বন্ধের সিদ্ধান্ত
উত্তর-পূর্ব সীমান্ত রেলের সিপিআরও সব্যসাচী দে বলেন, ‘ঘুম ফেস্টিভ্যাল শুরু হতে চলে চলছে। ১০ ডিসেম্বর অবধি এই উৎসব চলবে। এই সময় পাহাড়ে প্রচুর পরিমাণ পর্যটক থাকেন। সেই কারণে এই সময় ঘুম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়ে থাকে। সেই কারণে রাতের বেলা দার্জিলিঙে এই জয়রাইড চলবে। পর্যটরদের জন্য অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।’

শীত পড়তেই পাহাড়ে পর্যটকদের ঢল

প্রত্যেক বছরই শীতের সময় পাহাড়ে পর্যটকদের ঢল নামে। পর্যটকদের মনোরঞ্জনের কারণে এই সময় গোটা দার্জিলিং জুড়ে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়। শীতের সময় পাহাড় অনেক পর্যটকেরই গন্তব্য। এবারের ঘুম উৎসবও মানুষের অংশগ্রহণে জমজমাট হবে বলে মনে করা হচ্ছে।

ঘুম উৎসবের কারণে গোটা ঘুম স্টেশন সাজিয়ে তোলা হয়েছে। প্রতিটি টয়ট্রেনও বিশেষভাবে সাজানো হয়েছে। হিমালয়ান রেলওয়ের তরফে ব্যবস্থা করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও। দার্জিলিঙের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি রাজ্যের পাশাপাশি বাইরের শিল্পীরা অংশগ্রহণ করেন। এই খবর শোনার পর দার্জিলিঙের এক পর্যটক বলেন, ‘পাহাড়ের রাস্তা রাতে টয়ট্রেনে চেপে ঘুরে বেড়ানোর অনুভূতি আলাদা। তবে আমরা যেহেতু আগে চলে এসেছি, তাই এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত থাকব। তবে ভাল উদ্যোগ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *