Digha Beach: ঢোল করতাল বাজিয়ে সমুদ্র সৈকতে দুহাত তুলে নাচ, দিঘায় কৃষ্ণপ্রেমে মোহিত পুর্ণ্যার্থীদের রাস পালন – rash utsav celebrated at digha sea beach


আজ রাস পূর্ণিমা। হিন্দুধর্মের একটি পবিত্র দিন, পবিত্র তিথি। দিঘার সমুদ্রে পুণ্য স্নান উপলক্ষে পুণ্যার্থীদের ভিড়। নাচ, গান, কীর্তনে মাতোয়ারা ভক্তরা। পুণ্যার্থীদের সঙ্গেই আনন্দে মেতেছেন পর্যটকরা।

কার্তিক মাসের পূর্ণিমায় পালিত হয় রাস পূর্ণিমা। রস অর্থে সার, নির্যাস, আনন্দ, হ্লাদ, অমৃত ও ব্রহ্ম বোঝায়। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হলেন মধুর রসের ঘনীভূত আধার। তাঁকে ঘিরেই রাস। পুরাণে কথিত বৃন্দাবনে থাকাকালীন শ্রীকৃষ্ণ গোপিনীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাঁদের মনের সব ইচ্ছে পূরণ করবেন। তাঁদের সঙ্গে মাতবেন রাসলীলাতেও। প্রচলিত বিশ্বাস সেই প্রতিজ্ঞা রাখতেই কার্তিক পূর্ণিমা তিথিতে রাধা ও অন্য গোপিনীদের সঙ্গে রাসলীলায় মেতে ওঠেন কৃষ্ণ। সেই থেকেই এই প্রেমের উত্‍সব রাস।

গোপিনীদের সঙ্গে কৃষ্ণের রাসলীলাকে মনে করেই রাসে নারী-পুরুষের হাত ধরাধরি করে গোল হয়ে নাচের বিষয়টি যুক্ত। একে বলা হয় ‘হল্লীবক” নৃত্য। কিন্তু, বৈষ্ণবদের কাছে রাস কথাটির ভিন্ন অর্থ বহন করে। শ্রীকৃষ্ণ শারদ পূর্ণিমার রাতে বৃন্দাবনের যমুনাতটে গোপিনীদের আহ্বান করেন এবং তাদের অহং বর্জিত বিশ্বাসভক্তি ভাবে তুষ্ট হয়ে সঙ্গদান করেন। তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত এবং ভগবানের মিলন উৎসব। এক অসামান্য আনন্দ উৎসব।

থিকথিকে ভিড় দিঘায়

সমু্দ্র সৈকতে ঢোল করতাল বাজিয়ে নাচ

সোমবার সকাল সকাল দিঘার বিভিন্ন ঘাটে পর্যটক থেকে পুর্ণ্যার্থীদের ভিড় জমে উঠেছে। নাম সংকীর্তন ও দুই বাহু তুলে ভক্তদের নাচের মাধ্যমে দিনটি উদযাপন হয়। খোল করতালের সুরে সুরময় হয়ে উঠেছে সৈকত শহর। আগামী বছরের শুরুতেই উদ্বোধন হতে চলেছে দিঘায় জগন্নাথ ধামের। এরপর এই ধরনের ধর্মীয় উপলক্ষে বাড়বে পর্যটকদের আগমন। অবসর যাপনের সঙ্গে সঙ্গে ধর্ম-কর্মেরও স্থান হতে চলেছে বাঙালির প্রিয় দিঘায়।

digha

লম্বা উইকেন্ডের সৌজন্যে দিঘায় প্রচুর মানুষ

Rash Yatra 2023 : শান্তিপুর-নবদ্বীপ ছাড়া আর কোথায় হয় রাস উৎসব? কী ভাবে যাবেন, রইল খুঁটিনাটি
অন্যদিকে, সোমবার আজ রাস পূর্ণিমা, গুরু নানক জয়ন্তী উপলক্ষে বন্ধ রাজ্য সরকারের সমস্ত দফতর, স্কুল ও কলেজ। ফলে শনি, রবি, সোম চানা তিনদিনের ছুটিতে অনেকেই পাড়ি জমিয়েছেন দিঘায়। শীতের শিরশিরে হাওয়া গায়ে মেখে সমুদ্রের পাড়ে ভিড় বহু পর্যটকদের। রাস উপলক্ষে এদিন পুর্ণ্যার্থীদের সঙ্গে এই উৎসব পালনে যোগ দেন সাধারণ পর্যটকেরাও। সমুদ্রের পাড়ে তাদের সঙ্গে হাত তুলে নাচে যোগ দিতে দেখা যায় অনেকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *