Lionel Messi Marriage: বিশ্বজয়ীর দাম্পত্যের মাঠে বিপক্ষের গোল! আলাদা হচ্ছেন মেসি-আন্তোনেলা


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসির জীবন অত্যন্ত মসৃণ ছিল এতদিন। পেশাগত থেকে শুরু করে ব্যক্তিগত সব ক্ষেত্রেই জয়ের ধারা ব্যস্ত রেখেছে আর্জেন্টাইন সুপারস্টারকে। কিন্তু হঠাত একটি নতুন খবরে মনে করা হচ্ছে তাঁর আপাত মসৃণ ব্যক্তিগত জীবন একটি বড় ধাক্কা খেয়েছে। ব্রাজিলের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি এবং তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর ঞ্জেদের দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। কিন্তু খবরটা কি সত্যি?

পাশপাশি, ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের খেলার সময় অধিনায়ক চোট পাওয়ার পরে লা পুলগার ২০২৩ মরসুম শেষ হয়ে গিয়েছে।

লিওনেল মেসি এবং আন্তোনেলা রোকুজ্জোর বিয়ে কী সমস্যা?

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে লিওনেল মেসি এবং আন্তোনেলা রোকুজ্জো তাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হয়েছেন। আর্জেন্টাইন খেলোয়াড়ের বিরুদ্ধে দাম্পত্যে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠেছে। এরপরেই তারকা দম্পতির সম্ভাব্য বিচ্ছেদের খবর সামনে এসেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে দম্পতি এখন আলাদাভাবে থাকেন।

আরও পড়ুন: KKR | IPL 2024 Auction বাংলাদেশিদের জায়গা নেই কলকাতায়, রাসেল-নারিনদের রেখে দিল শাহরুখের দল!

বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে যে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক সোফিয়া মার্টিনেজের কারণে মেসির ১৫ বছরের বিবাহ জীবনে নেমে এসেছে অন্ধকার। মজার বিষয় হল, কিছু ভিডিয়ো মন্তাজ প্রচার করা হচ্ছে যাতে মেসি এবং সোফিয়াকে ফ্লার্টেটিভ দৃষ্টি বিনিময় করতে দেখা গিয়েছে। এই দৃষ্টান্তগুলি বিশ্বকাপের ফাইনাল এবং সাম্প্রতিক ব্যালন ডি’ওর ইভেন্টের সময়ও দেখা গিয়েছিল। সেখানে মেসি সাক্ষাৎকার দেন সোফিয়াকে।

 

এই ফ্লার্টিং-এর গুজবের পরেই রোকুজ্জোর সঙ্গে মেসি সমস্যার সূত্রপাত বলে বলে অভিযোগ। যদিও, এই রিপোর্টগুলিকে X প্লাটফর্মে কমিউনিটি পোস্টে মিথ্যা বলে চিহ্নিত করা হয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমে খবরটি যাচাই করা হয়নি বলে দাবি করা হয়েছে। এর আগে সোফি নিজেই এই দাবিগুলি অস্বীকার করেন।

আরও পড়ুন: WATCH: বেডরুমে গোপন ক্যামেরা, তুলতেন এক্সের চরম মুহূর্ত, বিপাকে মেসির দেশের তারকা

লা পুলগার সঙ্গে সম্ভাব্য রোম্যান্সের গুজব অস্বীকার করেন সোফি

এর আগে, সোসিওস দেল এস্পেকটাকুলোর সঙ্গে কথা বলার সময়, রোকুজ্জো তার সঙ্গে মেসির সাক্ষাৎকার নিয়ে ঈর্ষান্বিত ছিলেন সেই কথা অস্বীকার করেছিলেন সোফি। তিনি বলেন, ‘না। আমি জানি না এটা কোথা থেকে আসে’। পাশাপাশি, তিনি জানিয়েছিলেন যে তিনি একবার মেসির স্ত্রীর সঙ্গে চিট-চ্যাট করেছিলেন এবং পাশাপাশি ‘তিনি তার চারপাশে চলতে থাকা উন্মাদনাকে কীভাবে পরিচালনা করেন’ তার প্রশংসা করেছিলেন।

এছাড়াও, সোফির স্বামী, দিয়েগো লিউকো, যিনি নিজেও একজন সাংবাদিক, তাঁকে সমর্থন করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে একটি ভুল বোঝাবুঝি ছিল যেই কারণে এই গুজব ছড়ায়।

কী বললেন ফ্যাব্রেগাসের বউ?

মেসির বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন বন্ধু এবং প্রাক্তন স্প্যানিশ তারকা সেস ফ্যাব্রেগাসের স্ত্রী দানিয়েলা সিম্যান। দানিয়েলা অবশ্য এই খবর ভুয়ো বলে দাবি করেছেন।

সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে ফ্যাব্রেগাসের স্ত্রী দানিয়েলা লিখেছেন, ‘এই খবর ভিত্তিহীন। এর কোনও ভিত্তিই নেই।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *